eng
competition

Text Practice Mode

হিমু (হুমায়ুন আহমেদ)

created Aug 14th, 13:19 by SWEETY AKTER


1


Rating

138 words
13 completed
00:00
মজনু মিয়ার ভাতের হোটেলে হিমুর একটা ভালো কদর ছিলো। তাই সে একদম শেষে গিয়ে কর্মচারীর সাথে খেতে খেতে বসতো এবং তাতে কর্মচারীরাও স্বাচ্ছন্দ্যবোধ করতো। মজনুকে নিয়ে একদিন ভবিষ্যদ্বানী করলে তা একদম মিলে যায় যার জন্য মজনু তাকে পীর -ফকির কামেল মানুষ ভাবতেন এবং কদর করতেন। তাই হিমুও মজনুর হোটেলে তার বন্ধু ইয়াদ মোরশেদকে হোটেলটি চিনিয়ে দিয়ে যায় কিন্তু ইয়াদের পাগলামি আর মোরশেদের মৃগীরোগ মজনু মিয়ার পছন্দ ছিলো না তাই হিমুর কাছে বিচার দেন এবং তারা যাতে আর তার হোটেলে না আসে তা সাফ জানিয়ে দেন। কিন্তু হিমুর জন্য তার হোটেলের দুয়ার সবসময় খোলা তা জানিয়ে দেন। তার ফুফাতো ভাই বাদল তার কথা শুনতেন হিমুর কথা শুনলে বাদল গোল্লায় যাবে এই ভেবে বাদলের বাবা হিমুকে টাকা দিত যাতে সে বাদলের কাছে না যায়। তবুও শেষদিকে আমরা দেখেছি বাদল হিমুকে উপকার করেছিলো।
(হিমু গল্পের অংশ বিশেষ)
সুইটি আক্তার

saving score / loading statistics ...