Text Practice Mode
হারকিউলিস বিটল
created Jul 12th, 08:20 by bushra bayzid
0
164 words
34 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
হারকিউলিস বিটলের শক্তি প্রায় তুলনাহীন- এরা নিজের ওজনের প্রায় ৮৫০ গুন পর্যন্ত ওজন বহন করতে পারে বলে ধারনা করা হয়, যা এদেরকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীকূলের একটিতে পরিণত করেছে। এই শক্তি মূলত শিঙ ব্যবহার করে অন্য পুরুষ বিটলের সাথে লড়াইয়ে বা খাবার দখল ও জায়গা রক্ষার কাজে লাগে। যদিও এরা মানুষের জন্য ক্ষতিকর নয়, তবে এদের এই অনন্য ক্ষমতা প্রকৃতিতে এক ধরনের ‘পৃথিবীর ক্ষুদে হারকিউলস’ হিসেবেই পরিচিত।
হারকিউলিস বিটল অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় গুবরে পোকাগুলোর একটি এবং উড়তে সক্ষম পোকাগুলোর মধ্যেও এরা অন্যতম বড়- তবে একেবারে সবচেয়ে বড় উড়ন্ত পোকা বলা যাবে না। কিছু মথ বা প্রজাপতির পাখার বিস্তার হার (উইংসপ্যন) হারকিউলিস বিটলের দৈর্ঘ্যের চেয়ে অনেক বড় হতে পারে। উদাহরণস্বরূপ, অ্যাটলাস মথ (এটাুুকিউস এটলাস) আর কুইন আলেকজান্দ্রা বার্ডউইং(কুইন আলেক্সনড্রারা’স বার্ডইউং বাটারফ্লাই)-- এদের পাখার বিস্তার ২৫-৩৮ সেন্টিমিটার পর্যন্ত হয়, যা হারকিউলিস বিটলের শরীরের দৈর্ঘ্যে র চেয়ে বড়। তবে ওজনের দিক থেকে ও পুরুত্বের কারণে হারকিউলস বিটল অনেক শক্তপোক্ত এবং দৃষ্টিতে ভারী মনে হয়- তাই একে পৃথিবীর সবচেয়ে বড় ওজনদার উড়ন্ত পোকাগুলোর একটি বলা যায়।
হারকিউলিস বিটল অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় গুবরে পোকাগুলোর একটি এবং উড়তে সক্ষম পোকাগুলোর মধ্যেও এরা অন্যতম বড়- তবে একেবারে সবচেয়ে বড় উড়ন্ত পোকা বলা যাবে না। কিছু মথ বা প্রজাপতির পাখার বিস্তার হার (উইংসপ্যন) হারকিউলিস বিটলের দৈর্ঘ্যের চেয়ে অনেক বড় হতে পারে। উদাহরণস্বরূপ, অ্যাটলাস মথ (এটাুুকিউস এটলাস) আর কুইন আলেকজান্দ্রা বার্ডউইং(কুইন আলেক্সনড্রারা’স বার্ডইউং বাটারফ্লাই)-- এদের পাখার বিস্তার ২৫-৩৮ সেন্টিমিটার পর্যন্ত হয়, যা হারকিউলিস বিটলের শরীরের দৈর্ঘ্যে র চেয়ে বড়। তবে ওজনের দিক থেকে ও পুরুত্বের কারণে হারকিউলস বিটল অনেক শক্তপোক্ত এবং দৃষ্টিতে ভারী মনে হয়- তাই একে পৃথিবীর সবচেয়ে বড় ওজনদার উড়ন্ত পোকাগুলোর একটি বলা যায়।
