eng
competition

Text Practice Mode

নতুন বাংলাদেশ দিবস

created Friday June 27, 11:21 by bushra bayzid


0


Rating

98 words
26 completed
00:00
অন্তবর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ আর আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে। সরকারের উপদেষ্টারা আগস্টের পর থেকে অদ্যাবধি এমন  একটা কাজও করতে পারেননি, যা দেখে মনে হতে পারে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। তাদের কর্মকান্ড দেখে এই বাংলাদেশকে বরং মধ্যযুগীয় বাংলাদেশ মনে হয়েছে। এত দুর্বল, এতে অক্ষম, এত উত্থানরহিত সরকার দেশের ইতিহাসে আর কখনোই আসেনি। আগস্টের সরকারগঠনের মধ্য দিয়ে এ-দেশে বস্তুত এক সেট নতুন লুটেরার নতুন লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়েছে।  
আগস্ট পর্যন্ত লুটপাট করে আগস্ট দুপুরে সদলবল পালিয়েছ আওয়ামী লুটেরা গং, আগস্ট বিকেল থেকে লুটছে জুলাই লুটোরাচক্র।

saving score / loading statistics ...