Text Practice Mode
ইরান কিছুই ভুলবে না, সব মনে রাখবে
created Friday June 27, 07:08 by Oshim Kumar Sarker
1
100 words
58 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
বিশ্বভণ্ডদের সরদার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ংকর প্রতারণার সর্বশেষ পরিণতি হিসেবে আমরা গত সপ্তাহান্তে ইরানে সরাসরি বড় ধরনের মার্কিন হামলা দেখলাম। ইরানে ইসরায়েলের উসকানিমূলক আগ্রাসনের পর ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রও সরাসরি এ যুদ্ধে জড়িয়ে পড়ল।
ইরানিরা নানা রাজনৈতিক মতের মানুষ, কিন্তু একটা ব্যাপারে তারা প্রায় সবাই একমত। সেটি হলো, নিজেদের দেশকে রক্ষা করতে হবে। ইরানের আত্মরক্ষামূলক যেকোনো পদক্ষেপ শুধু সরকারের নয়, বরং ইরানি জনগণের শক্তি, মনোবল ও ইচ্ছার প্রতিফলন। ইরানিরা বিদেশি আক্রমণকারী ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের কখনো ভুলবে না এবং সময় হলে তাদের জবাবদিহির মুখে ফেলবে। ইতিহাসের মতো আজও যারা নিজেদের স্বার্থে জাতিকে ঠকাচ্ছে, তাদের নাম জনগণ মনে রাখবে।
ইরানিরা নানা রাজনৈতিক মতের মানুষ, কিন্তু একটা ব্যাপারে তারা প্রায় সবাই একমত। সেটি হলো, নিজেদের দেশকে রক্ষা করতে হবে। ইরানের আত্মরক্ষামূলক যেকোনো পদক্ষেপ শুধু সরকারের নয়, বরং ইরানি জনগণের শক্তি, মনোবল ও ইচ্ছার প্রতিফলন। ইরানিরা বিদেশি আক্রমণকারী ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের কখনো ভুলবে না এবং সময় হলে তাদের জবাবদিহির মুখে ফেলবে। ইতিহাসের মতো আজও যারা নিজেদের স্বার্থে জাতিকে ঠকাচ্ছে, তাদের নাম জনগণ মনে রাখবে।
