eng
competition

Text Practice Mode

প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের বিষয়ে সাধারণ ডায়েরি।

created Jun 23rd, 05:47 by Sm Mazadur Rohman Tuhin


0


Rating

198 words
23 completed
00:00
বরাবর
অফিসার ইনচার্জ
খুলনা থানা
খুলনা
বিষয়: প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের বিষয়ে সাধারণ ডায়েরি।
 
জনাব,
 
বিনীত নিবেদন এই যে, আমি হাসিবুর রহমান, পিতা: মোঃ আব্দুল আজাদ, ঠিকানা: ২৯,বাবু খান রোড, একজন যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থী। আমি সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করি, এবং কোর্স শেষে আমাদের প্রতিজনকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অনুদান দেওয়ার কথা জানানো হয়।
 
তারই পরিপ্রেক্ষিতে, ১৯/০৭/২০২৫ তারিখে অজ্ঞাত নাম্বার ------থেকে একজন ব্যক্তি আমাকে ফোন করে জিজ্ঞেস করেন আমি অনুদানের টাকা পেয়েছি কিনা। আমি বলি যে এখনো পাইনি। তিনি নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন যে আমাকে অনুদান পাঠানোর জন্য আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমি বিশ্বাস করে আমার অ্যাকাউন্ট নম্বর দেই।
 
এরপর তিনি বলেন যে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে কিছু সেটিং করতে হবে এবং আমাকে একটি ওটিপি কোড পাঠান, যা তিনি নিতে চান। আমি তা দিয়ে দিই। কিছুক্ষণের মধ্যেই আমি দেখতে পাই যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। তখন বুঝতে পারি আমি প্রতারণার শিকার হয়েছি।
 
বিষয়ে আপনাদের থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চাই, যেন ভবিষ্যতে ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং আমার ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হয়।
 
অতএব, বিনীত অনুরোধ, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
 
বিনীত,
হাসিবুর রহমান
তারিখ: ২০/০৭/২০২৫

saving score / loading statistics ...