eng
competition

Text Practice Mode

পাকিস্তান যেকোনো ধরনের নিরপেক্ষ তদন্তে অংশ নিতে প্রস্তুত: শেহবাজ

created Apr 26th, 10:42 by mohammad Rana


2


Rating

85 words
31 completed
00:00
কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় যেকোনো ধরনের নিরপেক্ষ স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
শনিবার কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমির একটি প্যারেড অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পেহেলগামের সাম্প্রতিক হৃদয়বিদারক ঘটনার দায় চাপানোর খেলা বন্ধ হওয়া উচিত। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান যেকোনো নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্তে অংশ নিতে আগ্রহী।
শেহবাজ শরীফ বলেন, কাশ্মীর পাকিস্তানের ঘাড়ের শিরার মতো। জাতিসংঘের বহু প্রস্তাব থাকা সত্ত্বেও বিরোধ আজও মীমাংসিত হয়নি। পাকিস্তান সব সময় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে থাকবে।

saving score / loading statistics ...