eng
competition

Text Practice Mode

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা, কোন দেশের সামরিক শক্তি কত?

created Thursday April 24, 11:23 by mohammad Rana


0


Rating

184 words
13 completed
00:00
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এই প্রাণহানির পর দায় স্বীকার করেছে স্বল্প পরিচিত সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। কিন্তু ভারত বারবারই দায় চাপানোর চেষ্টা করছে পাকিস্তানের উপর।
কাশ্মীরে হামলার জের ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির সরকার পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করেছে। বাতিল করা হয়েছে তাদের ভিসাও। ভারতে থাকা পাকিস্তানিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল হয়েছে সিন্ধু পানি চুক্তি। দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা। এমনকি দুই দেশ যুদ্ধে জড়ানোর পর্যায়ে পৌঁছে গেছে। বারবার প্রশ্ন উঠছে কোন দেশের সামরিক শক্তি বেশি?
ভারত-পাকিস্তান দেশ দুটিই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র ক্ষমতাসম্পন্ন। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালু রয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ ছোট মাঝারি পাল্লার আগ্নেয়াস্ত্র রয়েছে, যে গুলো ভারতের যে কোনো অংশে পৌঁছাতে পারে। সূত্র: সিএসআইএস।
এছাড়া শাহিন-২ নামে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর পরিসর হাজার কিলোমিটার বা হাজার ২৪২ মাইল।
পাকিস্তানের মোট ১৪০-১৫০টি পরমাণুবাহী যুদ্ধাস্ত্র রয়েছে। তুলনার দিক দিয়ে ভারতের ১৩০-১৪০টি রয়েছে। সূত্র: এসআইপিআরআই।
এদিকে ভারতের ধরনের সচল ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে অগ্নি-৩ যার পরিসর হাজার কিলোমিটার থেকে হাজার কিলোমিটার (৩ হাজার ১০৬ মাইল। ওয়াশিংটনভিত্তিক গবেষণা কেন্দ্র সিএসআইএসের তথ্য অনুযায়ী।

saving score / loading statistics ...