Text Practice Mode
পর্ণগ্রাফির ভয়াবহতা
created Tuesday April 22, 12:21 by MdZubair1
0
87 words
26 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
পর্ণগ্রাফি একটি নীরব বিষ যা ধীরে ধীরে মানুষের মন ও চরিত্র নষ্ট করে দেয়। এটি শুধু সময় ও মনোযোগ নষ্টই করে না, বরং মানুষের নৈতিকতা, সম্পর্ক ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতাকেও দুর্বল করে ফেলে। অনেকেই অল্প বয়সে এর ফাঁদে পড়ে আসক্ত হয়ে পড়ে, যার ফলে পড়াশোনা, ক্যারিয়ার ও পারিবারিক জীবনে বড় ধরণের ক্ষতি হয়। পর্নগ্রাফি মানসিক রোগ, হতাশা ও একাকীত্ব সৃষ্টি করতে পারে। এটি মানুষকে কৃত্রিম আনন্দে ডুবিয়ে বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দেয়। তাই সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ ও ভালো অভ্যাস গড়ে তুলে এর ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করতে হবে।
