eng
competition

Text Practice Mode

আসলেই কি আইফোন থাকা জরুরি!

created Tuesday April 22, 08:16 by MdZubair1


1


Rating

80 words
63 completed
00:00
আজকের সমাজে অনেক মধ্যবিত্ত মানুষ আইফোনকে ব্যক্তিত্বের প্রতীক মনে করে, যা একধরনের ভ্রান্ত মানসিকতার প্রতিফলন। তারা নিজেদের প্রকৃত সামর্থ্য বিবেচনা না করেই শুধু বাহ্যিক শো-অফের জন্য আইফোন কিনে থাকে। এতে অহেতুক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় এবং আত্মসম্মানবোধ ক্ষুণ্ণ হয়। একজন মানুষের আসল পরিচয় তার আচরণ, জ্ঞান নৈতিকতায়, কোনো ব্র্যান্ডেড ডিভাইসে নয়। অকারণে হাইপ তৈরি করে প্রযুক্তিকে অহংকারের উপকরণ বানানো মোটেই যুক্তিসঙ্গত নয়। বরং প্রযুক্তি হোক জ্ঞান অর্জন উন্নয়নের মাধ্যম। বাহ্যিক মোহ নয়, আভ্যন্তরীণ গুণই হোক আমাদের মূল পরিচয়।

saving score / loading statistics ...