Text Practice Mode
আসলেই কি আইফোন থাকা জরুরি!
created Tuesday April 22, 08:16 by MdZubair1
1
80 words
63 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
আজকের সমাজে অনেক মধ্যবিত্ত মানুষ আইফোনকে ব্যক্তিত্বের প্রতীক মনে করে, যা একধরনের ভ্রান্ত মানসিকতার প্রতিফলন। তারা নিজেদের প্রকৃত সামর্থ্য বিবেচনা না করেই শুধু বাহ্যিক শো-অফের জন্য আইফোন কিনে থাকে। এতে অহেতুক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় এবং আত্মসম্মানবোধ ক্ষুণ্ণ হয়। একজন মানুষের আসল পরিচয় তার আচরণ, জ্ঞান ও নৈতিকতায়, কোনো ব্র্যান্ডেড ডিভাইসে নয়। অকারণে হাইপ তৈরি করে প্রযুক্তিকে অহংকারের উপকরণ বানানো মোটেই যুক্তিসঙ্গত নয়। বরং প্রযুক্তি হোক জ্ঞান অর্জন ও উন্নয়নের মাধ্যম। বাহ্যিক মোহ নয়, আভ্যন্তরীণ গুণই হোক আমাদের মূল পরিচয়।
