eng
competition

Text Practice Mode

আর্সেনালকে ‘বার্নিশ’ করতে চেয়ে ‘লা রেমোনটা–টা’ পেল রিয়াল

created Apr 18th, 06:54 by vaijan


0


Rating

183 words
35 completed
00:00
সব খেলাতেই এমন হয়। বিভিন্ন দলের ভয়ের একটি জায়গা থাকে। ফুটবলেও এমন আছে। এই মুহূর্তে প্রাসঙ্গিকতা বিচারে আপাতত একটি উদাহরণই দেওয়া উচিত। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। মাঠে নামার আগেই ঘুম হারাম হয় প্রতিপক্ষ দলের। আর আগেই ভয় দেখানো শুরু করলে তো কথাই নেই। অনেকটাই সামাজিক যোগাযোগমাধ্যমে খেলাধুলা নিয়ে পরিচিতি পাওয়া কমিক বই ‘নন্টে-ফন্টে’র সেই সংলাপের মতো, ‘পাড়ায় আসিস, বার্নিশ করে ছেড়ে দেব!’
 
রিয়াল মাদ্রিদের অবস্থাও হয়েছিল ঠিক তাই। গত সপ্তাহে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৩-০ গোলে বিধ্বস্ত হয় গতবারের চ্যাম্পিয়নরা। সেই হারের পর থেকেই শুরু হয়েছিল আর্সেনালকে চোখ রাঙানি। ফিরতি লেগে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়—সেই অঙ্ক কষার চেয়ে সম্ভবত মুখের তোড়ে গানারদের মনোবল ভেঙে দেওয়ার কৌশলটাই বেশি পছন্দ ছিল রিয়ালের খেলোয়াড়দের।
 
বার্নাব্যুর গ্যালারি টইটম্বুর। সেই সাদা গ্যালারির দু চোখ ভর্তি স্বপ্নও ছিল—‘লা রেমোন্তাদা’ ফিরিয়ে আনার অভিলাষ। কিন্তু শেষ বাঁশি বাজার পর সেই স্বপ্নই হলো লাশ! আর্সেনাল ফিরতি লেগে বার্নাব্যুতেও ২-১ গোলের জয়। দুই লেগ মিলিয়ে জয়ের ব্যবধানটা ৫-১।  যেহেতু ‘রেমোন্তাদা’ হয়নি, কিন্তু যেটা ঘটেছে সেটারও তো একটা নাম লাগবে। তাই ওই শব্দের আদলে শেষে ‘টা-টা’ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ‘লা রেমোন্তাদা’ ফেরাতে গিয়ে ‘রেমোনটা-টা’ পেয়েছে রিয়াল!

saving score / loading statistics ...