eng
competition

Text Practice Mode

মানুষের সৌন্দর্য কি আসলে দৈহিক নাকি হৃদয়ের সৌন্দর্য মনকে ছুয়ে যায়

created Wednesday April 16, 17:14 by MdZubair1


0


Rating

175 words
29 completed
00:00
আসুন, এই বিষয়টি নিয়ে একটু চিন্তা করে দেখি। যখন আমরা কোনো মুভি বা সিরিজ দেখি, তখন দেখি যে একটা চরিত্র, যে কিনা দৈহিক সৌন্দর্যের অধিকারী- তার সৌন্দর্য আপনাকে আকর্ষণ করার মতো। কিন্তু তার কাজ-কারবার এমন জঘন্য যে, আপনি তার প্রতি আকৃষ্ট হওয়ার বদলে, তার প্রতি ঘৃণাবোধ করতে পারেন।
 
আবার এমন একজন চরিত্র আছে, যে দেখতে সাধারণ, কিন্তু তার আচার-ব্যবহার, তার উদারতা, তার কথা বলার মুগ্ধতা এমন যে- আপনি না চাইতেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন, তার প্রতি এক অজানা ভালোবাসা জন্মাবে।
 
মানুষ তো এমনই- সে সবসময় সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আকর্ষিত হওয়া আর ভালো লাগা বিষয়টা তো এক নয়। যে সবার চোখে সুন্দর, সেটা তো ভালো লাগা নয়- লালসা। ভালো লাগা তো এমনই, যে আমার চোখে সুন্দর, সে হয়তো তোমার চোখে সুন্দর নয়; আবার, যে তোমার চোখে সুন্দর, সে হয়তো আমার চোখে নয়।
 
এটিই তো ভালোবাসার আসল সৌন্দর্য। প্রত্যেকেই সুন্দর- হয়তো তা ব্যক্তিভেদে পরিবর্তিত হয়। তাই তো মানুষ, মানুষকে ভালোবাসে, বিয়ে করে এবং সারা জীবন একসঙ্গে কাটিয়ে দেয়।

saving score / loading statistics ...