eng
competition

Text Practice Mode

নির্বাচন কোনোভাবেই ২০২৬ সালের জুনের পরে যাবে না: আসিফ নজরুল

created Apr 16th, 11:59 by mohammad Rana


0


Rating

200 words
4 completed
00:00
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা বিএনপিকে ক্যাটাগরিক্যালি বলেছি, নির্বাচন কোনোভাবেই ২০২৬ সালের জুনের পরে যাবে না। যে যা-ই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরো জাতির প্রতি। এটা বার বার তিনি বলেছেন।
বুধবার দুপুরে যমুনায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে বের হয়ে তিনি কথা বলেন।
ঐকমত্য কমিশনের প্রস্তাবনা বিষয়ে বিএনপি অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা বলেছে, ২/৩ দিনের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে তারা বসছে। অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে তারা ঐকমত্য পোষণ করে। জুলাই চার্টার অত্যন্ত তৈরি হয়ে যাবে সেটাও তারা আমাদের আশ্বাস দিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে যে, বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে বিএনপির ভিন্নমত আছে জানিয়ে আসিফ নজরুল বলেন, একটা বিষয় নিয়ে একটুখানি ভিন্নমত হতে পারে, ওনারা বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করলে ভাল হয়। আমরা এখানে বলেছি, আমাদের কারো কারো কথার মধ্যে যদি অস্পষ্টতা থাকে, আমাদের মধ্যে কোন কোন প্রতিষ্ঠান যে যায় বলুক না কেন, আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যেটা বার বার বলেছেন সেটাই আমাদের সরকারের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেফাঁস কথা বা নিজস্ব বিবেচনায় কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন। ড. মুহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন।

saving score / loading statistics ...