Text Practice Mode
ওয়াসার ঘুম ভাঙছে না কেন
created Apr 14th, 14:44 by Oshim Kumar Sarker
4
98 words
28 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
রাজধানী ঢাকার একাধিক অভিজাত ও ঘনবসতিপূর্ণ অঞ্চলে ওয়াসার সরবরাহ করা পানিতে পোকা ও অজানা জীবাণুযুক্ত উপাদান পাওয়া যাওয়ার ঘটনায় জনমনে চরম উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। কল্যাণপুর, তেজগাঁও, মালিবাগ, মগবাজার, মধুবাগ, বাসাবো, মানিকনগর, খিলগাঁও তিলপাপাড়া, তারাবাগ প্রভৃতি এলাকায় দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে বাসিন্দারা ব্যবহৃত পানিতে লালচে, কালচে ও সাদা রঙের আধা ইঞ্চি দীর্ঘ বিভিন্ন জাতের পোকা, লার্ভা ও অনুচ্চার্য বস্তুকণা আবিষ্কার করছেন।
এটি কেবল একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার সংকট। এখনই সময়, সংকটকে স্বীকার করে দায়িত্বশীলতার সঙ্গে তা নিরসনে সর্বশক্তি নিয়োগ করার। অতীব জরুরি এই কর্তব্য পালনে একটুও বিলম্ব অনুচিত ও অমার্জনীয়।
এটি কেবল একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার সংকট। এখনই সময়, সংকটকে স্বীকার করে দায়িত্বশীলতার সঙ্গে তা নিরসনে সর্বশক্তি নিয়োগ করার। অতীব জরুরি এই কর্তব্য পালনে একটুও বিলম্ব অনুচিত ও অমার্জনীয়।
