eng
competition

Text Practice Mode

শাল-গজারি বনে রং ছড়িয়ে বিদায় নিচ্ছে বসন্ত

created Sunday April 13, 06:16 by vaijan


0


Rating

176 words
25 completed
00:00
প্রকৃতি থেকে বসন্ত বিদায় নিচ্ছে। আসছে গ্রীষ্ম। বসন্তের বিদায়বেলায় বিস্তৃত সবুজ শাল-গজারি বনে বাসন্তী রং ছড়াচ্ছে হলদে শাল-গজারি ফুল। গাজীপুরের অধিকাংশ এলাকাজুড়ে এখন বসন্তের এই রং উৎসব চলছে।  
 
শাল-গজারি বনের কোনো একটি গাছের মাথায় উঠে চারদিকে তাকালে মনে হবে, বনের গাছপালার ওপর কেউ যেন হলুদ রঙের মাদুর বিছিয়ে রেখেছে। ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছিসহ নানা কীটপতঙ্গ। পাখিদের ওড়াউড়িতে বনজুড়ে যেন এক মহোৎসব চলছে। পাখির ডানা ঝাপটানো কিংবা হঠাৎ একটু দমকা বাতাসে গাছ থেকে নিচে ঝরে পড়ে হলুদ শাল-গজারি ফুল। বসন্তে গাছের সব পাতা ঝরে যাওয়ার পর গাছে থাকা হলুদ ফুলগুলো এক অনন্য সৌন্দর্য ছড়ায়।
 
প্রতিবছর বসন্তের মাঝামাঝি থেকে শাল-গজারিগাছে ফুল ফুটতে শুরু করে। এরপর গাছ থেকে অপরিণত অবস্থায় বেশির ভাগ ফুল নিচে ঝরে পড়ে। থেকে যাওয়া ফুলগুলো বড় হয়। বৈশাখের মাঝামাঝি সময়ের মধ্যে এসব ফুল পরিণত হয়ে যায়।  
 
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অসীম বিভাকর এই সম্পর্কে বলেন, প্রকৃতি অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে আবির্ভূত হয় বসন্তকালে। শাল-গজারি বনের বর্ণিল বিভা সেই সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা। তবে পরিতাপের বিষয় হচ্ছে, বনভূমি এখন ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে। জীবনের প্রয়োজনেই ভাওয়ালগড়সহ সব বনভূমিকে রক্ষা করতে হবে।

saving score / loading statistics ...