eng
competition

Text Practice Mode

শিক্ষাব্যবস্থা গ্রাস করছে কোচিং বাণিজ্য

created Apr 11th, 05:48 by mohammad Rana


1


Rating

149 words
26 completed
00:00
দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং-প্রাইভেটের প্রচলন দীর্ঘদিন ধরেই। ক্লাসে পড়াশোনার ঘাটতি, দুর্বল শিক্ষার্থী বা বাড়তি শিক্ষা অর্জনে আগ্রহীদের প্রয়োজন মেটাতেই মূলত এসব কার্যক্রম চলে আসছে। তবে সহায়ক কার্যক্রমই বর্তমানে গিলে খাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শিক্ষাকে।
 
সুযোগ সন্ধানীদের দৌরাত্ম্যে বর্তমানে কোচিং প্রাইভেট বাণিজ্য মহামারি আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষকদের প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা ছাড়াও ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে প্রাইভেট-কোচিং সেন্টার।
 
এতে একদিকে শিক্ষকরা যেমন ক্লাসের পরিবর্তে প্রাইভেট-কোচিংয়ে বেশি মনোযোগ দিচ্ছেন, তেমনি শিক্ষার্থীরাও ক্লাসের প্রতি আগ্রহ হারাচ্ছে। স্কুলের পাশাপাশি কোচিং-প্রাইভেটে দীর্ঘ সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় শিক্ষার্থীরা শারীরিক মানসিক নানা অসুখে আক্রান্ত হচ্ছে।
 
প্রয়োজন না থাকলেও এখন অনেকটা বাধ্য হয়েই এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে বাড়তি খরচের পাশাপাশি ভোগান্তিও বাড়ছে অভিভাবকদের।
 
অন্যদিকে প্রশ্ন ফাঁসসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হচ্ছে কোচিং সেন্টারগুলো। যে কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

saving score / loading statistics ...