Text Practice Mode
সবার জন্য প্রয়োজনীয় যেসব ওষুধের জন্য টাকা খরচা হবে না
created Apr 5th, 08:46 by vaijan
0
252 words
20 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুর জন্যই আপনাকে কিছু না কিছু অর্থ খরচ করতে হয়। এক গ্লাস বিশুদ্ধ পানিও তো বিনা মূল্যে পাওয়া মুশকিল। তাই বিনা মূল্যে পাওয়া প্রয়োজনীয় ওষুধের তালিকার কথায় আপনি অবাক হতেই পারেন। তবে বিনা মূল্যে পাওয়া যায় বলেই হয়তো অনেকে খুব একটা গুরুত্ব দেন না। ফলে ভোগেন নানান শারীরিক সমস্যায়। জেনে নেওয়া যাক এ বিষয়ে।
সূর্যালোকে সময় কাটানোর জন্য আপনাকে কোনো মূল্য পরিশোধ করতে হয় না। অথচ আপনি খাবার থেকে যে ক্যালসিয়াম পাচ্ছেন, তা আপনার দেহের কাজে লাগানোর জন্য চাই ভিটামিন ডি। আর আমাদের দেহে ভিটামিন ডি তৈরির জন্য সূর্যের আলো অপরিহার্য।
একটি নিরাপদ আবাসস্থল থাকলে ঘুমাতে কিন্তু কোনো খরচ নেই। পয়সা খরচ করে আদতে ঘুম কেনাও যায় না। বরং ভালো ঘুমের জন্য আপনাকে রোজকার ঘুমের সময়টা নির্দিষ্ট করে নিতে হবে। সকাল সকাল উঠে পড়বেন, রাতে বেশি সময় জাগবেন না।
শরীরচর্চা মানেই তো কেবল জিমে গিয়ে শারীরিক কসরত করা নয়, বরং রোজকার জীবনে নানানভাবেই আপনি শরীরচর্চা করতে পারেন। হাঁটুন, দৌড়ান, লাফান, জগিং বা স্পট জগিং করুন কিংবা করুন পেশির স্ট্রেচিং। কোনো খরচ ছাড়াই করতে পারবেন এসব ব্যায়াম। ফ্রি হ্যান্ড ব্যায়ামও করতে পারবেন বিনা খরচে। বাড়ির কাছে একখানা দারুণ জলাশয় থাকলে সাঁতার কাটাও যেতে পারে বিনা মূল্যে।
হাসিখুশি, চাপমুক্ত জীবনযাপন করতে পয়সা খরচ করাটা জরুরি নয়। সুখী মানুষের জামার গল্পটা মনে আছে তো? সবচেয়ে সুখী ছিলেন যিনি, তাঁর কোনো জামা ছিল না। আপনজনদের সঙ্গে গল্প করুন, আড্ডা দিন। আনন্দ করুন, হাসুন। ভালোবাসাকে গুরুত্ব দিন সবচেয়ে বেশি। হাসিখুশি সময় কাটান প্রিয় মানুষদের সঙ্গে। অকারণে দুশ্চিন্তা এবং জীবন নিয়ে সব নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে রাখুন। এমন চাপমুক্ত জীবনযাপন করতে পারলে বহু রোগের ঝুঁকি কমে।
সূর্যালোকে সময় কাটানোর জন্য আপনাকে কোনো মূল্য পরিশোধ করতে হয় না। অথচ আপনি খাবার থেকে যে ক্যালসিয়াম পাচ্ছেন, তা আপনার দেহের কাজে লাগানোর জন্য চাই ভিটামিন ডি। আর আমাদের দেহে ভিটামিন ডি তৈরির জন্য সূর্যের আলো অপরিহার্য।
একটি নিরাপদ আবাসস্থল থাকলে ঘুমাতে কিন্তু কোনো খরচ নেই। পয়সা খরচ করে আদতে ঘুম কেনাও যায় না। বরং ভালো ঘুমের জন্য আপনাকে রোজকার ঘুমের সময়টা নির্দিষ্ট করে নিতে হবে। সকাল সকাল উঠে পড়বেন, রাতে বেশি সময় জাগবেন না।
শরীরচর্চা মানেই তো কেবল জিমে গিয়ে শারীরিক কসরত করা নয়, বরং রোজকার জীবনে নানানভাবেই আপনি শরীরচর্চা করতে পারেন। হাঁটুন, দৌড়ান, লাফান, জগিং বা স্পট জগিং করুন কিংবা করুন পেশির স্ট্রেচিং। কোনো খরচ ছাড়াই করতে পারবেন এসব ব্যায়াম। ফ্রি হ্যান্ড ব্যায়ামও করতে পারবেন বিনা খরচে। বাড়ির কাছে একখানা দারুণ জলাশয় থাকলে সাঁতার কাটাও যেতে পারে বিনা মূল্যে।
হাসিখুশি, চাপমুক্ত জীবনযাপন করতে পয়সা খরচ করাটা জরুরি নয়। সুখী মানুষের জামার গল্পটা মনে আছে তো? সবচেয়ে সুখী ছিলেন যিনি, তাঁর কোনো জামা ছিল না। আপনজনদের সঙ্গে গল্প করুন, আড্ডা দিন। আনন্দ করুন, হাসুন। ভালোবাসাকে গুরুত্ব দিন সবচেয়ে বেশি। হাসিখুশি সময় কাটান প্রিয় মানুষদের সঙ্গে। অকারণে দুশ্চিন্তা এবং জীবন নিয়ে সব নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে রাখুন। এমন চাপমুক্ত জীবনযাপন করতে পারলে বহু রোগের ঝুঁকি কমে।
