eng
competition

Text Practice Mode

শুভ ও রাজিবের পড়াশোনার গল্প

created Feb 28th, 09:57 by Palash Gharami


0


Rating

70 words
16 completed
00:00
শুভ রাজিব পূর্ণবয়সের বন্ধু। শুভ পড়াশোনায় খুব মনোযোগী, কিন্তু রাজিব খেলাধুলা বেশি পছন্দ করত। পরীক্ষার সময় রাজিব চিন্তিত হয়ে পড়ত। শুভ বন্ধু হিসেবে রাজিবকে সাহায্য করত। তারা একসঙ্গে পড়াশোনা করত। শুভ রাজিবকে কঠিন বিষয় সহজভাবে বুঝিয়ে দিত। রাজিব ধীরে ধীরে পড়াশোনায় আগ্রহী হয়ে ওঠে। পরীক্ষায় দুজনেই ভালো ফল করে। শুভ রাজিব বুঝতে পারে, পরিশ্রম বন্ধুত্ব কখনো বৃথা যায় না। তারা একসঙ্গে স্বপ্ন দেখতে শুরু করে সুন্দর ভবিষ্যতের।

saving score / loading statistics ...