eng
competition

Text Practice Mode

দৈনিক আমার দেশ

created Feb 2nd, 12:44 by mohammad Rana


1


Rating

192 words
18 completed
00:00
কেবল ইসলামপন্থী হওয়ায় স্কলার গুণীজনরা তাদের মেধা অবদানের যোগ্য সম্মান মিডিয়াতে পান না মন্তব্য করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, অথচ বাংলাদেশকে ৯০ শতাংশ মুসলমানের দেশ বলা হয়। দুর্ভাগ্যজনকভাবে মুসলমান স্কলারদের ইসলামী বিশ্বে তাদের কোথাও মূল্যায়ন করা হয় না, তারা দেশার মূল্যায়নের জন্য পশ্চিমা দেশের দিকে তাকিয়ে থাকে। ছাত্র-জনতার আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে এই বৃত্ত ভামার একটা সুযোগ তৈরি হয়েছে এবং গুণী সম্পাদক হিসেবে সংবর্ধনা দেওয়ায় মানারাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
 
রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গুণী তিন সম্পাদককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের একযুগ পূর্তিতে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক আবুল আসাদ দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
 
মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের মিডিয়া সেই স্বাধীনতার পর থেকেই একটি বিশেষ চিন্তাধারার ব্যক্তিদের হাতে জিম্মি ছিল। মিডিয়া ব্যক্তিত্ব, সম্পাদক বা সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী বলতে তাদেরকেই বুঝায়। বিশেষ বিশেষ বড় পত্রিকায় বিশিষ্টজনদের তালিকা দেখেন তাহলে দেখবেন, তাদের প্রায় সবাই একটি বিশেষ চিন্তাধারা লালন করেন। তারা প্রধানত ভারতপন্থী এবং ইসলামবিদ্বেষী। এটা না হলে আপনি বিশিষ্টজন হতে পারবেন না। অন্যদেরকে বিশিষ্টজন হিসেবে বিবেচনা করা হয় না।

saving score / loading statistics ...