Text Practice Mode
আমারো পরানো যাহা চায় তুমি তাই--- রবীন্দ্র সংগীত
created Jan 31st, 11:02 by MdZubair1
2
91 words
18 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
আমারো পরানো যাহা চায়; তুমি তাই, তুমি তাই গো; আমারো পরানো যাহা চায়; তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো; আমারো পরানো যাহা চায়; তুমি সুখ যদি নাহি পাও; যাও সুখের সন্ধানে যাও; আমি তোমারে পেয়েছি হৃদয়ও মাঝে আর কিছু নাহি চাই গো; আমারো পরানো যাহা চায়; আমি তোমারো বিরহে রহিবো বিলীন; তোমাতে করিবো বাস; দীর্ঘ দিবসো দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস; যদি আর কারে ভালোবাসো; যদি আর ফিরে নাহি আসো; তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যতো দুঃখ পাই গো; আামরো পরানো যাহা চায়...
