Text Practice Mode
বিশ্ব রাজনীতি আলাপ
created Jan 26th, 15:00 by mohammad Rana
1
191 words
29 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
রাশিয়া ধীরে ধীরে বেশ দুর্বল হয়ে যায়। চেচনিয়ার প্রথম যুদ্ধে পরাজয়ের পর তার এই অবস্থা আরো শোচনীয় হয়। দেশের ভিতরে বিদ্রোহ শুরু হতে থাকে। যা হঠাৎ করেই বিশাল একটি রাষ্ট্রকে দ্রুত ধ্বংস হতে দেখে। প্রধানমন্ত্রী হিসেবে পুতিন ক্ষমতা গ্রহণ করে চেচনিয়ার দ্বিতীয় যুদ্ধে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে। এবং তাতে সফল হয়ে ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় লাভ করে।
.
চেচনিয়ার দ্বিতীয় যুদ্ধের সময় রাশিয়া তার অধিকাংশ উদ্দেশ্য অর্জনে সফল হয়। ক্ষমতা গ্রহণের প্রথম দিকে পুতিন আমেরিকার নিকটবর্তী হওয়ার চেষ্টা করে এই হিসেবে যে রাশিয়া ইউরোপের একটি অংশ। সে ন্যাটো ও ইউরোপিয় ইউনিয়নে মিলিত হওয়ার চেষ্টা চালায়। কিন্তু আমেরিকানদের পক্ষ থেকে ধোঁকা ও ইউরোপিয়দের বিরোধিতার কারণে ন্যাটোয় একিভূত হওয়ার তার পক্ষে সম্ভব হয়নি। ফলে সে নিজের দেশে ফিরে আসে এবং রুশ অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ নেয়।
.
২০০১ সাল থেকে আফগানিস্তানে, ২০০৩ সাল থেকে ইরাকে যুদ্ধ শুরু হয়। তখন আমেরিকা ও ন্যাটো ফোর্স আফগান ও ইরাক যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ে। ফলে ২০০৮ সালে রাশিয়া ও জর্জিয়ার মাঝে অস্ট্রিয়ার যুদ্ধের সময় ছাড়া পুরো বিশ্ব রাশিয়ার দিকে তেমন আর তাকানোর সুযোগ পায়নি। এবং তখনো যুদ্ধে ব্যস্ত থাকা ও জর্জিয়ার ভৌগলিক অবস্থা গুরুত্বপূর্ণ না হওয়ায় এতটা পাত্তা দেয়নি। যুদ্ধ বন্ধ করেই সবাই ক্ষান্তি দিয়েছে।
.
চেচনিয়ার দ্বিতীয় যুদ্ধের সময় রাশিয়া তার অধিকাংশ উদ্দেশ্য অর্জনে সফল হয়। ক্ষমতা গ্রহণের প্রথম দিকে পুতিন আমেরিকার নিকটবর্তী হওয়ার চেষ্টা করে এই হিসেবে যে রাশিয়া ইউরোপের একটি অংশ। সে ন্যাটো ও ইউরোপিয় ইউনিয়নে মিলিত হওয়ার চেষ্টা চালায়। কিন্তু আমেরিকানদের পক্ষ থেকে ধোঁকা ও ইউরোপিয়দের বিরোধিতার কারণে ন্যাটোয় একিভূত হওয়ার তার পক্ষে সম্ভব হয়নি। ফলে সে নিজের দেশে ফিরে আসে এবং রুশ অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ নেয়।
.
২০০১ সাল থেকে আফগানিস্তানে, ২০০৩ সাল থেকে ইরাকে যুদ্ধ শুরু হয়। তখন আমেরিকা ও ন্যাটো ফোর্স আফগান ও ইরাক যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়ে। ফলে ২০০৮ সালে রাশিয়া ও জর্জিয়ার মাঝে অস্ট্রিয়ার যুদ্ধের সময় ছাড়া পুরো বিশ্ব রাশিয়ার দিকে তেমন আর তাকানোর সুযোগ পায়নি। এবং তখনো যুদ্ধে ব্যস্ত থাকা ও জর্জিয়ার ভৌগলিক অবস্থা গুরুত্বপূর্ণ না হওয়ায় এতটা পাত্তা দেয়নি। যুদ্ধ বন্ধ করেই সবাই ক্ষান্তি দিয়েছে।
