Text Practice Mode
এ সরকার কি আগের সরকারের মতোই কাজ করছে
created Jan 23rd, 06:03 by Oshim Kumar Sarker
1
104 words
29 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
গত শনিবার শ্বেতপত্র ও অতঃপরঃ অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক আলোচনায় অর্থনীতিবিদ ও রাজনীতিবিদেরা কোনো আশার বাণী শোনাতে পারেননি। সবার কণ্ঠে ছিল হতাশার সুর।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করলেও অর্থনৈতিক সংস্কারে কোনো দিকনির্দেশনা নেই উল্লেখ করে অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রকাশ কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনেকের মতে, অর্থনীতির ক্ষেত্রে এ সরকার আগের সরকারের মতোই কাজ করছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে যে দারিদ্র্য ও ক্ষুধার ঝুঁকি বেড়েছে, তার প্রতিকারে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গঠন করা হয়নি কোনো কমিশন। সরকারের নীতিনির্ধারকদের তো জানা উচিত যে মানুষকে অভুক্ত রেখে কোনো সংস্কার কর্মসূচিই কাজে আসবে না।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের জন্য অনেকগুলো কমিশন করলেও অর্থনৈতিক সংস্কারে কোনো দিকনির্দেশনা নেই উল্লেখ করে অর্থনীতিবিদ ও শ্বেতপত্র প্রকাশ কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অনেকের মতে, অর্থনীতির ক্ষেত্রে এ সরকার আগের সরকারের মতোই কাজ করছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশে যে দারিদ্র্য ও ক্ষুধার ঝুঁকি বেড়েছে, তার প্রতিকারে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গঠন করা হয়নি কোনো কমিশন। সরকারের নীতিনির্ধারকদের তো জানা উচিত যে মানুষকে অভুক্ত রেখে কোনো সংস্কার কর্মসূচিই কাজে আসবে না।
