Text Practice Mode
গাজায় যুদ্ধবিরতি মানলেন নেতানিয়াহু
created Jan 17th, 04:04 by Oshim Kumar Sarker
2
88 words
95 completed
5
Rating visible after 3 or more votes
00:00
কাতারে গত বুধবার আনুষ্ঠানিক ঘোষণার পর এটা এখন নিশ্চিত যে ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি মুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে। এখন ইসরায়েলের অভ্যন্তরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হলে আশা করা যায় যে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, শুরু হবে জিম্মিদের মুক্তি দেওয়া।
রোববারই নারী জিম্মিদের ছোট একটি দল ইসরায়েলে ফেরত আসবে। আর ঘটনাটি ঘটবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগের দিন, যেমনটি তিনি চেয়েছেন। দুই মধ্যস্থতাকারী মিসর ও কাতারসহ ইসরায়েল ও হামাসের ওপর তিনি প্রবল চাপ প্রয়োগ করায় অবশেষে ১৫ মাসব্যাপী যুদ্ধের একটা বিরতি ঘটতে যাচ্ছে।
রোববারই নারী জিম্মিদের ছোট একটি দল ইসরায়েলে ফেরত আসবে। আর ঘটনাটি ঘটবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগের দিন, যেমনটি তিনি চেয়েছেন। দুই মধ্যস্থতাকারী মিসর ও কাতারসহ ইসরায়েল ও হামাসের ওপর তিনি প্রবল চাপ প্রয়োগ করায় অবশেষে ১৫ মাসব্যাপী যুদ্ধের একটা বিরতি ঘটতে যাচ্ছে।
saving score / loading statistics ...