Text Practice Mode
জনপ্রশাসনে বিশৃঙ্খলা
created Dec 27th 2024, 13:36 by Oshim Kumar Sarker
1
77 words
29 completed
5
Rating visible after 3 or more votes
00:00
অন্যদিকে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশকে কেন্দ্র করে প্রশাসনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেছে কমিশন। বর্তমানে প্রশাসন থেকে ৭৫ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা নিয়োগের বিধান রয়েছে। এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। অন্যদিকে ২৫টি ক্যাডারের জোট আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদও কমিশনের সুপারিশে ক্ষোভ জানিয়েছে। কলমবিরতি, মানববন্ধন ও সমাবেশের মতো কর্মসূচি ঘোষণা দিয়েছেন তাঁরা।
saving score / loading statistics ...