Text Practice Mode
শ্রুতলিখন : তাই লিখতে থাকি
created Dec 16th, 05:27 by Bodiul islam
0
139 words
36 completed
0
Rating visible after 3 or more votes
00:00
গঠনমূলক কাজে ছাত্রসমাজের যোগদান করা আবশ্যক। সম্মেলনটি অনুষ্ঠানের জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে। বইটির একটি সৌজন্যমূলক সংখ্যা আমাদের গ্রন্থাগারে আসিয়াছে। আধুনিক রাষ্ট্রের কার্যকলাপ জনকল্যাণমূলক। বিটিভির বিতর্কমূলক অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হইয়া উঠিয়াছে। লোকটির আচার-আচরণ সন্দেহমূলক। বর্ণনামূলক প্রশ্নের গুরুত্ব দিন দিন হ্রাস পাইতেছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হইয়াছে। সেবকিারা সেবামূলক কাজে নিয়োজিত। গুরুতর অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের বিধান আছে। দেশে গবেষণামূলক প্রতিষ্ঠানের সংখ্যা খুব কম। যতদূর জানি তাহার স্বভাব-চরিত্র ভালো। অভাব অসীম সম্পদ সসীম। মানুষের জীবন পরিবেশ দ্বারা প্রভাবিত। কিভাবে আমি সেইখানে যাইব? মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। সঠিকভাবে জীবনযাপন করিলে জীবনে সুখী হওয়া যায়। সে নিপণভাবে ছবিটি অংকন করিল। অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাৎ করা ঠিক না। পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পাঠ করা আবশ্যক। বালিকাটি ছন্দময় ভাব-ভঙ্গিতে পথচলে। মূলভাব ঠিক রাখিয়া গল্পটি ভাষান্তর কর। বিষয়টি বিশেষভাবে বিবেচনার জন্য কর্তৃপক্ষের নিকট পেশ করা হইল। প্রতিবেশীর সঙ্গে বৈরী ভাব পোষণ করা ঠিক নয়।
saving score / loading statistics ...