Text Practice Mode
বাংলা টাইপিং - জামাল
created Oct 3rd 2024, 15:48 by Jamal420
0
84 words
1 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৪০০টি অভিযোগ পেয়েছে। এছাড়া কমিশন “আয়নাঘর” ছিল এমন প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গুলশানে বলপূর্বক গুম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, “কমিশন কাজ শুরুর পর গত ১৩ কার্যদিবসে মোট ৪০০টি অভিযোগ জমা পড়েছে। কমিশন ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) ভবনে গিয়ে দোতলা ভবনটিতে ২২টি সেল খুঁজে পায়, যেগুলো কাউকে বন্দী করে রাখার জন্য ব্যবহৃত হতো।”
