Text Practice Mode
সামাজিক বনায়নের গুরুত্ব
created Sep 13th, 10:09 by Bodiul islam
0
79 words
59 completed
0
Rating visible after 3 or more votes
00:00
প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি আবশ্যক। বৃক্ষ একাধারে প্রাণীকূলের খাদ্য এবং শক্তির উৎস।বৃক্ষ মানুষকে অক্সিজন দান করে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। ছায়া প্রদানের মাধ্যমে সমগ্র বিশ্বকে শীতল রাখে। মানুষ তদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন: আসবাবপত্র, জ্বালানি কাঠ, নৌকা ইত্যাদি নির্মাণের জন্য বৃক্ষ হতে কাঠ সংগ্রহ করে। মোটকথা বৃক্ষের নানামুখী অবদানকে বাদ দিয়ে মানবসভ্যতার ক্রমবিবর্তন বা উত্তরণের কথা কল্পনাই করা যায় না। কাজই , মানবজীবনে বৃক্ষের প্রয়োজনীয়তার কথা কোনোক্রমেই অস্বীকার করার উপায় নাই।
saving score / loading statistics ...