eng
competition

Text Practice Mode

ভোট দিলেন সাকিব, আশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে

created Jun 30th, 15:34 by ShahrianRasel


1


Rating

10 words
14 completed
00:00
মাগুরা আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান আজ রোববার সকাল আটটার দিকে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দিয়েছেন। ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর জয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা, কর্মী সমর্থকেরা। সকাল আটটার কয়েক মিনিট আগেই পরিবারের সদস্যদের নিয়ে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৌঁছান সাকিব আল হাসান। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন গণমাধ্যমকর্মীরা। আটটা বাজার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্র প্রবেশ করেন সাকিব। সেখানে ভোট দিয়ে কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, তিনি আশা করেন, মানুষ তাঁর নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে আসবেন। ক্রিকেটার থেকে রাজনীতিতে নাম লেখানো প্রার্থীর আশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি বাড়বে।  
সদর উপজেলার একাংশ শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা আসনে সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন চারজন। তাঁরা হচ্ছেন বাংলা

saving score / loading statistics ...