Text Practice Mode
কিশোর গ্যাংয়ের তান্ডব
created Apr 22nd 2024, 01:44 by ZiauddinAhmed
1
177 words
28 completed
0
Rating visible after 3 or more votes
00:00
১৮ এপ্রিল প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত নির্মাণাধীন সরকারি ভবনের ছবিটির বিশেষত্ব কী? আওয়ামী লীগ সরকারের আমলে তো অনেক সরকারি ভবন নির্মাণ করা হচ্ছে, অনেক ভবন সংস্কার হচ্ছে। কিন্তু সেসব ভবনের ছবি তো পত্রিকায় ছাপা হয় না। এই ছবি ছাপার বিশেষত্ব হলো স্থানীয় লোকজন এটিকে চেনেন ‘নিশান গ্রুপের (গোলাম রসুল ওরফে নিশান) টর্চার সেল’ নামে। এই টর্চার সেল অনেক আগে প্রতিষ্ঠিত হলেও সম্প্রতি আলোচনায় আসে কিশোর গ্যাংয়ের হাতে এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। ৫ এপ্রিল তাঁর কলেজপড়ুুয়া ছেলে আলী রেজা ইফতারি কিনতে গেলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্মাণধীন ভবন থেকে ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। খবর পেয়ে সেখানে ছুটে যান চিকিৎসক বাবা। তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় ১০ এপ্রিল মারা যান। কিশোর গ্যাংয়ের সদস্যদের কর্মকাণ্ডের বিষয়টি আলী রেজা পুলিশকে জানিয়ে দেন বলেই তাঁর ওপর আক্রোশ ছিল নিশান গ্রুপের।
এই কিশোর গ্যাংয়ের সদস্যরা স্থানীয় যুবলীগ নেতা গোলাম রসুলের অনুসারী। এই ঘটনায় গোলাম রসুলসহ ১ ২ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। কিন্তু ধরা পড়েছে মাত্র ৩ জন। গ্যাংয়ের নেতা গোলাম রসুলসহ বাকিরা ধরাছোঁয়ার বাইরেই আছেন। গোলাম রসুলের এই ক্ষমতার উৎস কী?
এই কিশোর গ্যাংয়ের সদস্যরা স্থানীয় যুবলীগ নেতা গোলাম রসুলের অনুসারী। এই ঘটনায় গোলাম রসুলসহ ১ ২ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। কিন্তু ধরা পড়েছে মাত্র ৩ জন। গ্যাংয়ের নেতা গোলাম রসুলসহ বাকিরা ধরাছোঁয়ার বাইরেই আছেন। গোলাম রসুলের এই ক্ষমতার উৎস কী?
saving score / loading statistics ...