Text Practice Mode
মালিবাগে ট্রেনে কাটা পড়ে
created Apr 21st, 06:21 by ZiauddinAhmed
0
108 words
28 completed
0
Rating visible after 3 or more votes
00:00
রাজধানী মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ নামে পঞ্চাশোর্ধ্ব এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আব্দুল ওয়াদুদ পেশায় নিরাপত্তাকর্মী। রাতে কাজ শেষে সকালে বাসায় ফিরছিলেন তিনি। মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। মালিবাগ পশ্চিম হাজীপাড়ার একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
saving score / loading statistics ...