eng
competition

Text Practice Mode

ইরানে সীমিত আকারে হামলা চালাতে পারে ইসরায়েল

created Apr 17th 2024, 06:16 by ZiauddinAhmed


0


Rating

205 words
19 completed
00:00
ইরানের নজিরবিহীন হামলার জবাবে দেশটিতে ‘সীমিত আকারে’ হামলা চালাতে পারে ইসরায়েল। এমনটাই মনে করছে যুক্তরাষ্ট্র। দেশটির একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এবং সম্পর্কিত গোয়েন্দা তথ্যের বিষয়ে জানাশোনা আছে, এমন একটি সূত্র সিএনএনকে তেল আবিবের মনোভাবের কথা জানিয়েছেন।দ্বিতীয় সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ইরানের অভ্যন্তরে ছোট সীমিত আকারে হামলা চালানোর চিন্তাভাবনা করছে ইসরায়েল। দেশটি মনে করছে, ইরানের হামলার পরিপ্রেক্ষিতে তাদের একধরনের সামরিক শক্তি প্রয়োগ করেই জবাব দেওয়া দরকার।জ্যেষ্ঠ ওই প্রশাসনিক কর্মকর্তা বলেন, নিজেদের পরিকল্পনা কী এবং সেটি কখন ঘটতে যাচ্ছে, সে বিষয়ে দাপ্তরিকভাবে যুক্তরাষ্ট্রকে এখনো কোনো সতর্কবার্তা দেয়নি ইসরায়েল। এই প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, ‘আমরা আশা করব, তারা (ইসরায়েল) আমাদের একধরনের সতর্কবার্তা দেবে; যাতে আমাদের সেনাদের সুরক্ষায় আমরা প্রস্তুত থাকি। এটি শুধু সামরিক বিষয়ে নয়; বরং পুরো অঞ্চলে আমাদের কূটনৈতিক মিশনের জন্যও।’
 
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন, ‘তবে এই নিশ্চয়তা নেই যে প্রস্তুতি নিতে তারা (ইসরায়েল) আমাদের আগাম বার্তা দেবে। আর তারাই জানে, কখন আমাদের আগাম বার্তা দেবে। তারা যা করতে যাচ্ছে, সে বিষয়ে আমরা সম্ভবত আবারও আমাদের আপত্তির কথা জানাব।’এই কর্মকর্তা আরও বলেন, যদি ইসরায়েল পাল্টা হামলা না চালায়, উত্তেজনা কমে আসবে এবং পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাসী। তবে তিনি বলেন, ‘এখন যেকোনো অতিরিক্ত পদক্ষেপ অন্যান্য পাল্টাপাল্টি ঘটনার সম্ভাবনার দুয়ার খুলবে; যার কয়েকটি খুবই ভয়ংকর।’
 
 
 

saving score / loading statistics ...