Text Practice Mode
জাফরুল আলম তুষার টাইপিং টেস্ট ২০২৪
created Mar 30th, 18:02 by Jafrul Alam Tusar
1
99 words
17 completed
4
Rating visible after 3 or more votes
00:00
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর। এদিন ’বর্ধমান হাউস’-এর সম্মখস্হ বটতলায় উদ্বোধন-অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ববাংলার তদানীন্তন মু্খ্যমন্ত্রী জনাব আবু হোসেন সরকার ‘উদ্ধোধনী ভাষণ পাঠ করেন। ১৯৫৫ সালের ২৬শে নভেম্বর পূর্ববাংলা সরকার বাংলা একাডেমি আয়োজক সমিতি (পিপারেটরি কমিটি) গঠন করে আদেশ জারি করে। জনাব মোহম্মদ বরকতুল্লাহ একাডেমির স্পেশাল অফিসার (প্রধান নির্বাহী কর্মকর্তা) নিযুক্ত হন।
Patrick Lencioni একজন বিখ্যাত মার্কিন Business Fable লেখক যাহার বেশিরভাগ লেখার বিষয়বস্তুই হইতেছে Business Management অথবা আরো বিশেষভাবে বলিতে গেলে টীম ম্যানেজমেন্ট। The Five Dysfunctions of a Team উপরোক্ত লেখকের সর্বাপেক্ষা বিখ্যাত বই যেটি প্রকাশিত হইয়াছে Wiley, John & Sons, Incorporated হইতে।
Patrick Lencioni একজন বিখ্যাত মার্কিন Business Fable লেখক যাহার বেশিরভাগ লেখার বিষয়বস্তুই হইতেছে Business Management অথবা আরো বিশেষভাবে বলিতে গেলে টীম ম্যানেজমেন্ট। The Five Dysfunctions of a Team উপরোক্ত লেখকের সর্বাপেক্ষা বিখ্যাত বই যেটি প্রকাশিত হইয়াছে Wiley, John & Sons, Incorporated হইতে।
saving score / loading statistics ...