Text Practice Mode
খনিতে নেমে বিলাসবহুল রাত্রিযাপন।
created Sep 8th 2023, 03:38 by Jubaer Rahman Babu
0
302 words
12 completed
0
Rating visible after 3 or more votes
00:00
খনিতে নেমে বিলাসবহুল রাত্রিযাপন। এই অসম্ভবকে সম্ভব করেছে একটি পর্যটন সংস্থা। হাজার হাজার টাকা খরচ করে সেই খনিতে রাত কাটাচ্ছেন বহু মানুষ। খনিতে দুর্ঘটনা লেগেই থাকে। সারা দুনিয়ায় খনিতে কাজ করতে নেমে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। পেটের টানেই এই ঝুঁকিপূর্ণ পেশাকে সাধারনত মানুষ বেছে নেন। তারপর সেখানে ধস নেমে বা পানি ঢুকে অনেক সময়ই প্রাণ যায় শ্রমিকদের। এখন সেই খনিতে নেমেই রাত্রিযাপন!
ব্রিটেরের নর্থ ওয়েলসে এক খনিতে এই রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে। এরাইরি ন্যাশনাল পার্কের স্নোডডোনিয়া পর্বতের নীচে রয়েছে সেই খনি। ভিক্টোরিয়া আমলের এই খনিতে ৪১৯ মিটার (১ হাজার ৩৭৫ ফুট) গভীরে রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা হোটেলের নাম ‘ডিপ স্লিপ’। এই হোটেলে চারটি দু’জন থাকার রুম রয়েছে। আর একটি গুহা রয়েছে সেখানেও দু’জনের থাকার ব্যবস্থা রয়েছে সপ্তাহে কেবল এক দিনই খনিতে গিয়ে এই হোটেলে রাত্রিবাস করা যাবে। শনিবার গিয়ে রাতে থেকে রোববার সকালে আবার ফিরে আসতে হয়। এমনটাই নিয়ম। তবে সে হোটেলে থাকা কিন্তু খুব সহজ কাজ নয় প্রথমে ট্রেক করে খনির নীচে নামতে হবে। প্রায় এক ঘন্টার পথ। পথ দেখাবেন এক জন গাইড। খনির গভীরে যাওয়ার পথে রয়েছে একের পর এক খাড়া ধাপ, পুরনো সেতু। সেসব নিয়েও পর্যটকদের দেবেন গাইড বা প্রশিক্ষক। খনিতে চলাচলের উপযুক্ত বুট, হেলমেট, টর্চলাইটও দেওয়া হবে পর্যটকদের। দীর্ঘ খনিপথের শেষে রয়েছে স্টিলের দরজা। সেই দরজা খুলেই ঢোকা যাবে হোটেলে। হোটেলের ওয়েবসাইটে জানানো হয়েছে, গন্তব্যে পৌঁছানোর পর পর্যটকদের পানীয় দেওয়া হবে। তারপর খনির বিষয়ে কিছু তথ্য দেওয়া হবে বাকি সন্ধ্যা নিজের রুমে বসে আরাম করতে পারনে পর্যটকেরা। কোনো অভিযানে যে রকম খাবার দেওয়া হয় সেই রকমই পরিবেশন করা হবে পর্যটকদের খাবার জন্য হোটেল কক্ষের বাইরে রাখা রয়েছে বিশাল এক টেবিল। সেই টেবিলে বসে খাওয়াদাওয়ার পর যে যার ঘরে গিয়ে বিশ্রাম করতে পারবেন পর্যটকেরা। দুৎজনের অভিযান এবং এক রাতে থাকা, খাওয়ার খরচ ৩৫০ পাউন্ড যা প্রায় ৪৮ হাজার টাকার কাছাকাছি। কেউ গুহায় রাত্রিবাস করতে চাইলে তার খরচ একটু বেশি। অভিযান-সহ গুহায় রাত্রিবাসের খরচ ৫৫০ পাউন্ড যা প্রায়
ব্রিটেরের নর্থ ওয়েলসে এক খনিতে এই রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে। এরাইরি ন্যাশনাল পার্কের স্নোডডোনিয়া পর্বতের নীচে রয়েছে সেই খনি। ভিক্টোরিয়া আমলের এই খনিতে ৪১৯ মিটার (১ হাজার ৩৭৫ ফুট) গভীরে রয়েছে রাত্রিযাপনের ব্যবস্থা হোটেলের নাম ‘ডিপ স্লিপ’। এই হোটেলে চারটি দু’জন থাকার রুম রয়েছে। আর একটি গুহা রয়েছে সেখানেও দু’জনের থাকার ব্যবস্থা রয়েছে সপ্তাহে কেবল এক দিনই খনিতে গিয়ে এই হোটেলে রাত্রিবাস করা যাবে। শনিবার গিয়ে রাতে থেকে রোববার সকালে আবার ফিরে আসতে হয়। এমনটাই নিয়ম। তবে সে হোটেলে থাকা কিন্তু খুব সহজ কাজ নয় প্রথমে ট্রেক করে খনির নীচে নামতে হবে। প্রায় এক ঘন্টার পথ। পথ দেখাবেন এক জন গাইড। খনির গভীরে যাওয়ার পথে রয়েছে একের পর এক খাড়া ধাপ, পুরনো সেতু। সেসব নিয়েও পর্যটকদের দেবেন গাইড বা প্রশিক্ষক। খনিতে চলাচলের উপযুক্ত বুট, হেলমেট, টর্চলাইটও দেওয়া হবে পর্যটকদের। দীর্ঘ খনিপথের শেষে রয়েছে স্টিলের দরজা। সেই দরজা খুলেই ঢোকা যাবে হোটেলে। হোটেলের ওয়েবসাইটে জানানো হয়েছে, গন্তব্যে পৌঁছানোর পর পর্যটকদের পানীয় দেওয়া হবে। তারপর খনির বিষয়ে কিছু তথ্য দেওয়া হবে বাকি সন্ধ্যা নিজের রুমে বসে আরাম করতে পারনে পর্যটকেরা। কোনো অভিযানে যে রকম খাবার দেওয়া হয় সেই রকমই পরিবেশন করা হবে পর্যটকদের খাবার জন্য হোটেল কক্ষের বাইরে রাখা রয়েছে বিশাল এক টেবিল। সেই টেবিলে বসে খাওয়াদাওয়ার পর যে যার ঘরে গিয়ে বিশ্রাম করতে পারবেন পর্যটকেরা। দুৎজনের অভিযান এবং এক রাতে থাকা, খাওয়ার খরচ ৩৫০ পাউন্ড যা প্রায় ৪৮ হাজার টাকার কাছাকাছি। কেউ গুহায় রাত্রিবাস করতে চাইলে তার খরচ একটু বেশি। অভিযান-সহ গুহায় রাত্রিবাসের খরচ ৫৫০ পাউন্ড যা প্রায়
saving score / loading statistics ...