Text Practice Mode
ব্যাংক নিয়োগ পদ্ধতি
created Feb 9th 2023, 12:58 by ArafatRahaman1
1
109 words
11 completed
0
Rating visible after 3 or more votes
00:00
বর্তমানে ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্রমে সরাসরি ব্যাংকে নিয়োগ দেওয়া হয়। দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে ব্যাংকের নিয়োগ গুলোতে নিয়োগপরীক্ষাগুলোতে চাকরিপ্রার্থীদের কোন আবেদন করতে আমাদের ২০০ টাকা করে দিতে হচ্ছে, যা বেকার শিক্ষার্থীদের জন্য বোঝা সমতুল্য। যেখানে উন্নত দেশে বেকারদের ভাতা দেওয়া হয়, সেখানে বেকার ভাতা দূরে থাক, আমাদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়। আমাদের ভাতা লাগবে না, একটাই দাবি ব্যাংকে নিয়োগে আবেদন ফি মওকুফ করতে হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো যদি ঋণখেলাপিদের নানা ধরনের আর্থিক সুবিধা দিতে পারে, তাহলে তারা অসহায় বেকার শিক্ষার্থীদের আবেদন ফি মওকুফ করতে পারে না কেন? তাই ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে বিনীত অনুরোধ, আমরা আপনাদের সন্তানতুল্য, দয়া করে বিনা ফিতে ব্যাংকে নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন।
saving score / loading statistics ...