eng
competition

Text Practice Mode

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

created Feb 7th 2023, 11:54 by MdArafatuzzaman


3


Rating

156 words
11 completed
00:00
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যেরাতে দেশের সব রেডিও স্টেশন পকিস্তানি সৈন্যদের নিয়ন্ত্রণে চলে যায়। চট্টগ্রামের কিছু আওয়ামী লীগ নেতার উদ্যোগে চট্টগ্রাম বেতার কেন্দ্রে থেকে যন্ত্রপাতি স্থানান্তর করে চট্টগ্রামের কালুরঘাটে প্রেরণ করা হয় এবং কালুরঘাট প্রেরণ কেন্দ্রটিকে বেতার কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয়। নাম দেওয়া হয় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’। ১৯৭১ সারের ২৮ মার্চ মেজর জিয়ার অনুরোধে ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ থেকে বিপ্লবী অংশটি বাদ দিয়ে নাম করণ করা হয় ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’
 ১৯৭১ সালের ৩০ মার্চ হানাদার বিমানবাহিনীর বোমা বর্ষণে বেতার কেন্দ্রটি নীরব হয়ে যায়। একই বছরে ২৫ মে কলকাতার বালিগঞ্জে বেতার কেন্দ্রটি দ্বিতীয় পর্যায়ে সম্প্রচার শুরু করে। স্বাধীন বাংলা বেতারের অত্যান্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র’ ‘জল্লাদের দরবার’। ‘জল্লাদের দরবারে’ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র পাশবিক আচারণ ‘কেল্লাহ ফতেহ খান’ চরিত্রে মাধ্যমে চিত্রিত করা হয়েছে। চরমপত্র সিরিজটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান এবং স্থানীয় ঢাকাইয়া ভাষার এর স্ক্রিপ্ট লেখা তো তার উপস্থাপক ছিলেন এমআর আকতার মুকুল।

saving score / loading statistics ...