Text Practice Mode
প্যারাডক্সিক্যাল সাজিদ ২ । লেখকের কথা।
created Feb 6th 2023, 05:54 by MdArafatuzzaman
0
132 words
1 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার, যিনি আমাকে অনস্তিত্ব থেখে অস্তিত্ব দান করেছেন। দরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মআদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাকে বিশ্বজাহানের জন্য রহমতস্বরুপ প্রেরণ করা হয়েছে। শান্তি বার্ষত হোক তার পরিবার পরিজন এবং তার সাহাবীদের ওপর যারা ইসলামের জন্য ত্যাগ করেছেন নিজেদেরে সর্বস্ব। রাযিয়াল্লাহু আনহুম।
এখন চলছে এক উত্ত্ল সময়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষের চিন্তা, চেতনা আর আর্দশ পৌছে যাচ্ছে সবত্র। একজন যা ভাবছে তা মুহূর্তে জেনে যাচ্ছে অন্যরা। সোশ্যাল মিডিয়া ব্যবহারের অবাধ সুযোগ এবং ইন্টারনেটের সহজলভ্যতা যেন ব্যাপারটিকে আরও মোহনিয়া করে তুলেছে।
প্রযুক্তির এ ধারা-ই কাজে লাগিয়েছে ধর্মবিদ্বেষী একদল মানুষ। সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের সুযোগে ইসলাম, আল্লাহর সুবহানহু ওয়া তালা এবং মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ইন্টারনেটে তারাএমন সব কথা ছঢ়াতে লাগল যা মুথ বুজে সহ্য করো যেকোন ঈমানদার ব্যাক্তির জন্য ছিল অত্যান্ত কঠিন।
এখন চলছে এক উত্ত্ল সময়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষের চিন্তা, চেতনা আর আর্দশ পৌছে যাচ্ছে সবত্র। একজন যা ভাবছে তা মুহূর্তে জেনে যাচ্ছে অন্যরা। সোশ্যাল মিডিয়া ব্যবহারের অবাধ সুযোগ এবং ইন্টারনেটের সহজলভ্যতা যেন ব্যাপারটিকে আরও মোহনিয়া করে তুলেছে।
প্রযুক্তির এ ধারা-ই কাজে লাগিয়েছে ধর্মবিদ্বেষী একদল মানুষ। সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহারের সুযোগে ইসলাম, আল্লাহর সুবহানহু ওয়া তালা এবং মুহাম্মাদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ইন্টারনেটে তারাএমন সব কথা ছঢ়াতে লাগল যা মুথ বুজে সহ্য করো যেকোন ঈমানদার ব্যাক্তির জন্য ছিল অত্যান্ত কঠিন।
