eng
competition

Text Practice Mode

দ্য মিরাকল মনিং (১ম পৃষ্ঠা) ভূমিকা

created Jan 8th 2023, 11:34 by Antim Rudra


2


Rating

370 words
7 completed
00:00
একজন লেখক হিসেবে আমার লিখার রুটিন হলো:  
আমি প্রতিদিন সকালে জেগে ওঠি, কিছু অভ্যাস সম্পন্ন করি এবং চিন্তাভাবনাগুলো অন্যদের জানাতে ল্যাপটপ চালু করে লিখতে বসি অনেক মানুষই সকালে উঠে ঘুম ঘুম ভাব দূর করতে পারেন না, তারা অস্থিরবোধ করেন  কিন্তু আমার তেমন বোধ হয় না এসবের পরিবর্তে আমি একটি সতেজ মন নিয়ে লিখার প্রেরণা বোধ করি আমি লিখকে উপভোগ করি এর করণ কী? কারণ হলো মিরাকল মর্নিং
একজন লেখক হিসেবে আপনাকে নিজের প্রাণশক্তি ধরে রাখতে হব এটি গুরুত্বপূর্ণ আমরা লেখকেরা দারুণ একটি কাজ করি তবে কাজের মাঝে অক্রিয়ভাবে সময় অতিবাহিত করাও খুব সহজ ‘মিরাকল মর্নিং’ আপনাকে সঠিকভাবে একটি দিন শুরু করার পধ পন্থা বাতলে দেয় এভাবে আপনারা শারীরিক মানসিক উন্নতি নিশ্চিত হয়
‘দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল’ গ্রন্থে স্টিফেন কভে উল্লেখ করেছেন, অতীব জরুরী কাজগেুলো থেকেও গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা প্রয়োজন তিনি গুরুত্বপূর্ণ কাজগুলোকে দীর্ঘকালীন লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন, কাজগুলোর নিদ্দির্ষ্ট কোনো ডেডলাইন থাকে না আর সে কারণে অতীব জরুরি কম গুরুত্বপূর্ণ কাজগুলোর থেকেও এই কাজগুলো আমরা এড়িয়ে যাই, মুলতুবি রাখি
শরীরচর্চা, বই পড়া এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার গুরুত্ব সম্পর্কে আমরা সকলে অবগত কারণ এই অভ্যাসগুলো আমাদের জীবনে দীর্ঘকালীন প্রভাব বিস্তর করে কিন্ত যখনই কোনো অতীব জরুরী কাজ বা বিষয় চেপে বসে, তখন আমরা িএই ছোট অথজ অসামান্য খভ্যাসগুলোর কথা দিব্যি ভুলে যাই যেমন কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের প্রজেক্ট এসে হাজির হলো আর আপনি শরীরচর্চা , স্বাস্থ্যকর খাবার বই পড়ার অভ্যাস শিকেয় তুললেন
মিরাকল মর্নিং আপনাকে স্বস্থ্যকর উপকারী অভ্যাসগুলো নিয়মিত বজায় রাখার জন্য সময় বাতলে দেয় সময়ে আপনার কোনো অতীব জরুরী কাজ থাকে না, কিন্তু আপনি ভালো অভ্যাসগুলো চর্চার জন্য পর্যাপ্ত সময় পান
নীরবতা, কল্পনা, জার্নাল লিখা, বই পড়া, নিজেকে ইতিবাচক বার্তা প্রদান করা এবং শরীরচর্চা করা এই কাজগুলো আপনি প্রতিদিন করতে সক্ষম  এমনকি যখন কেউ ঘুম থেকে জাগেনি তখনই আপনি এসব সম্পন্ন করতে সক্ষম এই কাজগুলো আপনার লিখার সফলতায় দীর্ঘকালীন ইতিবাচক প্রভাব ফেলবে
আমি খুব সম্প্রতি হ্যাল এলরড প্রস্তুত ‘লাইফ সেভারস’ পদ্ধতি গ্রহণ করেছি এই পদ্ধতিতে অভ্যস্ত হওযার পর থেকে আমার লিখঅ একটি নতুন উচ্চতা লাভ করেছে এখন আমি লাইফ সেভারসকে আমর প্রতিটি দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করি

saving score / loading statistics ...