eng
competition

Text Practice Mode

বেনজেমাকে নিয়ে হঠাৎ রহস্য

created Dec 17th 2022, 11:10 by Iphone Lover


1


Rating

503 words
4 completed
00:00
পুরো বিষয়টি আগাথা ক্রিস্টের রহস্যগল্পের মতো। আগামীকাল বিশ্বকাপের ফাইনালেই রহস্যজট খুলবে। সবাই তা জানেন। কিন্তু তত দিন পর্যন্ত অপেক্ষার ধৈর্যও যেন কারও নেই। ফ্রান্স থেকে আর্জেটিনা, এমনকি বাংলাদেশেও প্রশ্নটা বুদবুদ তুলেছে, করিম বেনজেমা কি বিশ্বকাপের ফাইনালে খেলবেন? দোষ আসলে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের। তিনিই তো এই রহস্যে প্রাণের সঞ্চার করেছেন! গত বুধবার ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের। তিনিই তো এই রহস্যে প্রাণের সঞ্চার করেছেন! গত বুধবার ফ্রান্স ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে দেশমকে প্রশ্নটা করেছিলেন এক সংবাদকর্মী, ‘আজ খবর বেরিয়েছে, করিম বেনজেমা কাতারে ফিরতে পারেন। সবার আগে জানতে চাই, খবরটি কি সত্য? দ্বিতীয় প্রশ্ন হলো, যতি তা-ই হয়, তাহলে ফাইনালে কি প্রয়োজন হলে তাঁকে কিছু সময়ের জন্যও মাঠে নামাবেন? প্রশ্নটি শুনেই চোখেমুখে বিরক্তি ফুটিয়ে দেশম বলেছেস, ‘আমি প্রশ্নের উত্তর দিতে চাই না। দয়া করে পরের প্রশ্নটি করুন।’ দেশমের কথা ভাঙলে দুটি দিক মেলে। প্রথমত, বেনজেমাকে তিনি যদি ফাইনালে খেলাতেই চান, সেটা আগেভাগে বলবেন কেন? দ্বিতীয়ত, প্রশ্নটি শুনে দেশম সত্যি সত্যিই হয়তো বিরক্ত হয়েছেন। চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগেই যে খেলোয়াড় ছিটকে পড়েছেন, আর তাঁকে ছাড়াই ফ্রান্স যেভাবে তরতর করে উঠে এসেছে ফাইনালে-এসব বিষয় বিবেচনা করলে বিশ্বকাপের ফাইনালে বিনজেমার খেলার প্রসঙ্গ ওঠাই তো অবান্তর। বিশ্বকাপে একটি ম্যাটও না খেলা এবং খেলার বাইরে থাকা কোনো খেলোয়াড়কে কোনো কোচ ছক ভেঙে দলে ঢোকাবেন? তা-ও ফাইনালের মতো ম্যাচে! তা বেনজেমা যতই ব্যালন ডি’।র জিতুন না কেন! দেশমের কাছে হয়তো এটা খুব সহজ হিসাব। কিন্তু সংবাদকর্মী থেকে ভক্তদের তো তেমনটি হওয়ার জোর নেই। বিশ্বকাপ শুরুর লগ্নে ঊরুর চোটে পড়ে ছিটকে পড়েন বেনজেমা। কিন্তু ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি তাঁকে। কাতার বিশ্বকাপ বেনজেমা এখনো ফ্রান্সের নিবন্ধিত খেলোয়াড়। ফলে না খেললেও ফ্রান্স যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে বিজয়ীর একটি পদক রিয়াল মাদ্রিদ তারকাও পাবেন।বেনজেমার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নটা উঠত না, যদি তিনি অনুশীলনে না ফিরতেন। রিয়াল মাদ্রিদের অনুশীলনকেন্দ্র ভালদেবাজে গত শনিবার অনুশীলন শুরু করেন। বেনজেমা। সংবাদমাধ্যমের খবর, চোট কাটিয়ে এখন তিনি খেলার মতো অবস্থায় আছেন। আর ফ্রান্সও কাউকে নেয়নি, তাই দুইয়ে দুইয়ে চার মেলাতে অসুবিধা কী! সেদিন সেমিফাইনালের পর সংবাদ সম্মেলনে দেশমকে তাই ওই প্রশ্নের সম্মখীন হতে হয়। কিন্তু উত্তরটা বেনজেমা-রহস্যকে নতুন মাত্রাও এনে দিয়েছে। তাই এত জল্পনাকল্পনা। ফ্রান্স যখন বিশ্বকাপের নকআউট পর্বে উঠল, তখনই একবার বেনজেমার ফেরার প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলেন দেশম। তাঁর কাছে সংবাদকর্মীরা জানতে জানতে চেয়েছিলেন, নকআউট পর্বে বেনজেমার ফেরার সম্ভাবনা আছে কি না? দেশমের উত্তর থেকে যা বোছার, তখনই বুছে নেওয়া যেত, ‘কী বলব ঠিক বুঝতে পারছি না। আমি এসব নিয়ে মোটেও  ভাবছি না। আপনাদের বিষয়ে প্রচুর চানাশোনা, তবে আমি কিন্তু জানি না নিয়ে কে কী বলছে।’ অর্থাৎ বেনজেমা চোটে ছিটকে পড়ার পর তখনই তাঁর অধ্যায়ের সমাপ্তি টেনেছেন ফ্রান্স কোচ। আরও একটা প্রশ্ন- বেনজেমাকে যদি সত্যি সত্যিই খেলানো হয়, তাহলে দেশম তাঁকে কোন পজিশনে খেলাবেন? অলিভিয়ের জিরুর পজিশনে? ইনফর্ম স্ট্রাইকারকে বসিয়ে রেখে? তবে মাঠে নামুন বা না নামুন, ফাইনালে গ্যালারিতে বেনজেমা থাকবেন, এটা প্রায় নিশ্চিত। থাকতে পারেন পল পগবা, এনগোলা কান্তেরাও। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ শুধু বেনজেমাই নয়, চোটে আত্রান্ত হয়ে যাঁরা বিশ্বকাপ খেলতে পারেননি, সেসব খেলোয়াড়কেও ফাইনালে ফ্রান্স ফদের পাশে দেখতে চেয়েছেন। দেশটির ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী তাঁরা চেষ্টা করছেন চোটে আত্রান্ত হয়ে ফ্রান্সের যে ফুটবলাররা এবারের বিশ্বকাপ খেলতে পারেননি, তাঁদেরও ফাইনালে দলের পাশে রাখার।

saving score / loading statistics ...