Text Practice Mode
পাকিস্তান
created Sep 12th 2022, 08:08 by Mujahidislam
0
388 words
30 completed
0
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
অর্থনৈতিক বিধ্বস্ত কলম্বো ছাড়ার আগে দেশবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন দানুস শানাকা। বলেছিলেন, দেশে ফিরবেন এশিয়া শাসনের রাজমুকুট নিয়ে। কথা রেখেছেন দাসুন শানাকা। কুশল মেন্ডিস, হাসারাঙ্গা, রাজাপক্ষে, মাদুসাঙ্কাদের নিয়ে দেশবাসীর স্বপ্ন পূরণ করেছেন। রবিবার ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কা।
চ্যাম্পিয়ন হওয়ার পর তরুণ সেই দলের অধিনায়ক দাসুন শানাকা বলেন, অবশ্যই দর্শকদের ধন্যবাদ দিতে হবে। তারা আমাদের অসাধারণ সমর্থন দিয়েছে। দেশে থাকা দর্শকদেরও ধন্যবাদ, আশা করি তাদের আমরা গর্বিত করতে পেরেছি।
চ্যাম্পিয়ন হওয়ার পর তরুণ সেই দলের অধিনায়ক দাসুন শানাকা বলেন, অবশ্যই দর্শকদের ধন্যবাদ দিতে হবে। তারা আমাদের অসাধারণ সমর্থন দিয়েছে। দেশে থাকা দর্শকদেরও ধন্যবাদ, আশা করি তাদের আমরা গর্বিত করতে পেরেছি।
