eng
competition

Text Practice Mode

বৈশাখি মেলা

created Sep 9th 2022, 09:27 by amijanena


2


Rating

156 words
0 completed
00:00
 বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখি মাসের প্রথম দিনে দেশের শহর গ্রামের বিভিন্ন স্থান বৈশাখি মেলা বসে। মেলা অনুষ্ঠানের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই; কোথাও এক দিন, কোথাও এক সপ্তাহ, আবার কোথাও মাসব্যাপী বৈশাখি মেলা চলে। নতুন বছরে মানুষের আনন্দ-অনুভূতি প্রকাশের একটা উপলক্ষ এই বৈশাখি মেলা। মেলায় আগত পরিচিতজনেরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান লোক-উৎসবের মাধ্যমে এই মিলনমেলা আনন্দমুখর হয়ে ওঠে। বলীখেলা, ঘোড়দৌড়, লাঠিখেলা, হাডুডু প্রভৃতি ক্রীড়ানুষ্ঠান বৈশাখি মেলাকে আকর্ষণীয় করে তোলে। মেলা উপলক্ষে নানা ধরনের লোকগানের আসর বসে। সাধারণত গ্রামের হাটে, বাজারে, নদীর তীরে বা মন্দির প্রাঙ্গণে খোলা আকাশের নিচে বৈশাখি মেলার আয়োজন  করা হয়। মেলায় যেসব পন্য বিক্রি হয়, এর মধ্যে বিভিন্ন ধরনের হস্তশিল্প কুটিরশিল্পের পরিমাণ বেশি। বৈশাখি মেলায় গিয়ে তালপাতার তৈরি হাতপাখা কেনেন না এমন লোকের সংখ্যা খুব কম। বিভিন্ন ধরনের মুখরোচক হালকা খাবার মিষ্টান্ন মেলার আকর্ষণ বাড়ায়। মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কেনা-বেচা হয় ঠিকই তবে বিভিন্ন  বয়সের নারীপুরুষের সমাবেশ বৈশাখি মেলার সবচেয়ে বড়ো আকর্ষণ।

saving score / loading statistics ...