eng
competition

Text Practice Mode

মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন।

created Aug 25th 2022, 07:53 by Mayeen


0


Rating

142 words
20 completed
00:00
মানুষের জীবন কতগুলো ঘটনার সংকলন। তবে সব ঘটনাই স্মরণীয় হয় না। যে ঘটনা স্মৃতির পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে যায় তা-ই স্মরণীয়। বাংলাদেশের মানুষের সবচেয়ে গৌরবময় স্মরণীয় ঘটনা এদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। 1971 সালের 26 শে মার্চ বাংলার ছাত্র-যুবক, কৃষক-শ্রমীকসহ সর্বস্তরের জনগণ বর্বর পাকিস্তানী হানাদার বাহিণীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাপিয়ে পড়ে। তারই পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে দেদীপ্যমান হয় একটি রাষ্ট্র, যার নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম জাদুঘর ”মুক্তিযুদ্ধ জাদুঘর”। এই জাদুঘর তরুণ প্রজন্মের কাছে পৌছে দিচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস। মুক্তিযুদ্ধের মূল্যবোধ ইতিহাসকে ভিত্তি করে সাজানো হয়েছে জাদুঘরের গ্যালারিগুলো। প্রতিটি গ্যালারি সুনির্দিষ্টভাবে ধারণ করেছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহক নানান স্মারক। মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রমের অংশ হিসেবে একটি গাড়িকে ভ্রাম্যমাণ জাদুঘরে রুপ দেওয়া হয়েছে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবে এ-দেশের গৌরবগাথা।  

saving score / loading statistics ...