eng
competition

Text Practice Mode

বিস্ফোরণ

created Aug 21st 2022, 10:42 by Toufiq


0


Rating

92 words
17 completed
00:00
হিরোশিমায় ফেলা বোমাটি ছিল ২০,০০০ টন টি.এন.টির চেয়ে বেশি শক্তিশালী এবং এর আগে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ইতিহাসের সবচেয়ে বড় বোমা হিসেবে স্বীকৃত ‘ব্রিটিশ গ্র্যান্ড স্ল্যাম’ এর চেয়ে প্রায় ২,০০০ গুণ বেশি বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন। বিস্ফোরনের ১৬ ঘন্টা পর অ্যামেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একটি বক্তব্য দেন। তার বক্তব্যে তিনটি বৈশিষ্ট্য লক্ষ করার মতো। প্রথমত, বিপুল বিধ্বংসী মারণাস্ত্র তৈরি ব্যবহার করতে পারার গর্ব। দ্বিতীয়ত, অবিশ্বাস্য মাত্রার হত্যাযজ্ঞের ব্যাপারে বিন্দুমাত্র অনুশোচনার অনুপস্থিতি। তৃতীয়ত, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নাম দিয়ে সাড়ে তিন লক্ষ মানুষের একটা শহরকে সামরিক টার্গেট হিসেবে চিত্রিত করে বেসামরিক জনগণের পাইকারি খুনের বৈধতা তৈরি।

saving score / loading statistics ...