Text Practice Mode
মীর আবদুস শুকুর আল মাহমুদ
created Aug 7th 2022, 06:23 by Toufiq
0
113 words
11 completed
5
Rating visible after 3 or more votes
00:00
আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ - ১৫ ফেব্রুয়ারি ২০১৯) ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। তার জন্ম ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে। ১৯৭১ সালে তিনি বাংলাদেশ প্রবাসী সরকারের দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৭৫ সালে তার প্রথম ছোটগল্প গ্রন্থ পানকৌড়ির রক্ত প্রকাশিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একডেমীর গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম সোনালি কাবিন। এছাড়াও তার অনন্য সৃষ্টি লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো ইত্যাদি কাব্যগ্রন্থ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জয় বাংলা পুরস্কার, জীবনানন্দ স্মৃতি পুরস্কার, কাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দিণ স্বর্ণপদকসহ অসংখ্য সন্মাননায় ভূষিত হন তিনি।
saving score / loading statistics ...