Text Practice Mode
পুরনো গিলাফ কি করা হয়?
created Jul 31st 2022, 11:00 by Toufiq
1
79 words
25 completed
5
Rating visible after 3 or more votes
saving score / loading statistics ...
00:00
সংবাদ সংস্থা আলজাজিরা জানায়, বর্তমানে কাবাঘর থেকে গিলাফ খোলার পর তা ছোট ছোট টুকরা করে বিশ্বের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাষ্ট্র ও সৌদিতে অবস্থিত দূতাবাসগুলোকে উপহার দেয়া হয়। উল্লেখ্য এ বছর কাবার গিলাফ পরিবর্তন করা হয় হিজরি ১৪৪৪ সালের প্রথম দিন তথা স্থানীয় সময় গত শুক্রবার সূর্যাস্তের পরে। প্রতিবছর হজ্ব মৌসেুমে ৯ জিলহজ গিলাফ পরিবর্তনের ঐতিহ্য থাকলেও এবার তা রক্ষা করা হয়নি। মক্কার উম্মুল জাওদে অবস্থিত ‘দ্য কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা’স কিসওয়াহ’ প্রতিষ্ঠানটি প্রতিবছর গিলাফ তৈরি করে থাকে।
