Text Practice Mode
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ
created Jul 5th 2022, 11:55 by ashrafb1992
2
295 words
23 completed
0
Rating visible after 3 or more votes
00:00
বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। দেশের সর্বত্র নদীগুলি ছড়াইয়া আছে। আমাদের এই নদীগুলিতে প্রচুর মাছ পাওয়া যায়। ইহা ছাড়া আমাদের দেশে প্রচুর খাল,বিল, পুকুর, দীঘি রহিয়াছে। সেখানে ব্যক্তিগতভাবে ও সরকারি প্রচেষ্টায় মাছের চাষ করা হয়। আমাদের দেশে এই জন্য প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। মাছ বাংগালীর প্রধান খাদ্য। আমাদের প্রোটিনের এক বিরাট অংশ মাছ হইতে পাওয়া যায়। মাছ আমাদের একটি জাতীয় সম্পদ। প্রতি বৎসর আমাদের এই বাংলাদেশে প্রচুর মাছ ধরা হয়। এই মাছ জাতীয় সম্পদ। এই মাছ দেশীয় চাহিদা মিটাবার পরে বিদেশে রপ্তানী করা হয়। আমাদের দেশের চিংড়ি বিদেশে রপ্তানী করা হয়। আমাদের দেশের চিংড়ি বিদেশে চাহিদা রহিয়াছে। প্রতি বৎসর চিংড়ি মাছ আমেরিকা, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী করা হয়।
যে মেয়েটির কথা বলিতেছি মাঠের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত। বোধ করি কুসুমই তাহার নাম হইবে। জলের পর যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত তখন। আমার সাধ জাগিত, সেই ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি পাষাণে বাঁধিয়া রাখিতে পারি এমনি তাহার একটি মাধুরী ছিল। সে যখন আমার পাষাণের উপর পা ফেলিত ও তাহার চারগাছি মল বাজিত থাকিত, তখন আমর শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত। কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাসা করিত তাহা নহে। তথাপি আশ্চর্য এই,তাহার মত সংগিনি এমন আর কেহও নয়্ যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না। কেহ তাহাকে বলিত কুসি, কেহ তাহাকে বলিত খুসি, কেহ তাহাকে বলিত রাক্ষসী। তাহার মা তাহাকে বলিত কুসমি। যখন তখন দেখিতাম, কুসুম জলের ধারে বসিয়া আছে। জলের সংগে তাহার হৃগয়ের সংগে বিশেষ যেন কী মিল ছিল। যে যেন জল ভারি ভালবাসিত।
ব্যবসা বাণিজ্যের লেনদেন সম্পর্কে লিখিত পত্রকে বাণিজ্যিক পত্র বলা হয়। ক্রয়-বিক্রয় কার্য সম্পাদন ও দেনা পাওয়া আদায় পরিশোধের উপরে বাণিজ্যিক পত্রের অবতারণা করা হয়। তাই ব্যবসা বাণিজ্যের অগ্রগতির উল্লেখযোগ্য সহায়ক হিসাবে বাণিজ্যিক পত্রকে গণ্য করা যাইতে পারে। বাণিজ্যিক পত্রের প্রকৃতি ব্যক্তিগত পত্রের প্রকৃতি হইতে ভিন্ন।
যে মেয়েটির কথা বলিতেছি মাঠের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত। বোধ করি কুসুমই তাহার নাম হইবে। জলের পর যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত তখন। আমার সাধ জাগিত, সেই ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি পাষাণে বাঁধিয়া রাখিতে পারি এমনি তাহার একটি মাধুরী ছিল। সে যখন আমার পাষাণের উপর পা ফেলিত ও তাহার চারগাছি মল বাজিত থাকিত, তখন আমর শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত। কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাসা করিত তাহা নহে। তথাপি আশ্চর্য এই,তাহার মত সংগিনি এমন আর কেহও নয়্ যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না। কেহ তাহাকে বলিত কুসি, কেহ তাহাকে বলিত খুসি, কেহ তাহাকে বলিত রাক্ষসী। তাহার মা তাহাকে বলিত কুসমি। যখন তখন দেখিতাম, কুসুম জলের ধারে বসিয়া আছে। জলের সংগে তাহার হৃগয়ের সংগে বিশেষ যেন কী মিল ছিল। যে যেন জল ভারি ভালবাসিত।
ব্যবসা বাণিজ্যের লেনদেন সম্পর্কে লিখিত পত্রকে বাণিজ্যিক পত্র বলা হয়। ক্রয়-বিক্রয় কার্য সম্পাদন ও দেনা পাওয়া আদায় পরিশোধের উপরে বাণিজ্যিক পত্রের অবতারণা করা হয়। তাই ব্যবসা বাণিজ্যের অগ্রগতির উল্লেখযোগ্য সহায়ক হিসাবে বাণিজ্যিক পত্রকে গণ্য করা যাইতে পারে। বাণিজ্যিক পত্রের প্রকৃতি ব্যক্তিগত পত্রের প্রকৃতি হইতে ভিন্ন।
saving score / loading statistics ...