Text Practice Mode
ছোট বাক্য গঠন ৩ চর্চা
created Jun 29th 2022, 03:02 by ashrafb1992
1
118 words
28 completed
5
Rating visible after 3 or more votes
00:00
সমুদ্রে অনেক ঝিনুক আছে। ভোটার তালিকায় তোমার নাম নাই। ভিক্ষা করা ভালো নয়। যে কোন ঝামেলা করা তোমার মানায় না। মাছে অনেক ভিটামিন আছে। প্রতি মাসে তিনি আমাদের কাছে আসেন। ঝিলের ঘোলা জরে অনেক মাছ আছে। আমরা সবাই নিজের জন্য কাজ করিব। কাজ না করিলে কেহ কোন দিন ভাল হইতে পারে না। পশুপালন করা লাভজনক। লোটন লাটিম নিল। রক্ষক হয়ে ভক্ষণ কর না। ঝিলের জলে ঝিনুক ঝিলমিল করে। মাছ আমাদের দেশের একটি সহজ ভিটামিন। আনসার সাহেব রাত দিন কাজ করেন, তাই তাহার এত সুনাম। তোমার আমার একত্রে কাজ করিতে হইবে। সব টাকা কাজে দরকার, প্রয়োজন মতে আমি যে কোন কাজ করিতে রাজি আছ। কেননা, একাজ আমাদের প্রয়োজন। তাই আমরা সবাই কাজ করিব, তাতে কারো কোন অমত নাই।
saving score / loading statistics ...