eng
competition

Text Practice Mode

বাংলাদেশের প্রত্ননিদর্শন খেরুয়া মসজিদ

created Jun 14th 2022, 07:29 by Computer Operator 2 CVID-19 ERPP


1


Rating

119 words
17 completed
00:00
বাংলাদেশের প্রত্ননিদর্শন খেরুয়া মসজিদ। মসজিদের দেয়ালে স্থাপন করা শিলালিপি থেকে জানা যায়, ১৫৮২ সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেছেন। প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদের চার কোণে চারটি মিনার। দেয়ালগুলো চওড়া। চুন-সুরকি দিয়ে গাঁথা হয়েছে পাতলা ইট। দেয়ালটি দশমিক ৮১ মিটার চওড়া। চারটি মিনার ছাদের ওপর তিনটি গম্বুজ, পাঁচটি দরজা, চারটি তাক রয়েছে। মসজিদটি বাইরের দিক থেকে উত্তর দক্ষিণে লম্বা। দেয়ালের গাঁথুনিগুলো অত্যন্ত নান্দনিক। মিনার, গম্বুজ, নকশা ইটের বৈচিত্র্যময় গাঁথুনিতে গোটা মসজিদটি পথিকের নজর কাড়ছে। মসজিদের সামনের অংশের দেয়ালে ফুল লতাপাতার খোদাই করা নকশা। প্রায় ৫৯ শতাংশ জায়গাজুড়ে মসজিদটির অবস্থান। ৪৪০ বছর ধরে টিকে থাকা মসজিদটি বগুড়া শহর থেকে ২১ কিলোমিটার দূরে শেরপুর উপজেলার খন্দকার টোলায় অবস্থিত।

saving score / loading statistics ...