eng
competition

Text Practice Mode

নিজের কাজ

created Jun 2nd 2022, 06:23 by soheltp


0


Rating

198 words
7 completed
00:00
মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলি। বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত হয়েছে ‘ব্রজবুলি’ ভাষায় ‘ব্রজবুলি’ বাংলা মৈথিলি ভাষার মিশ্রণে এক প্রকার কৃত্রিম কবিভাষা ভাষার স্রষ্টা বিদ্যাপতি চর্যাপদের সাথে সম্পর্কিত ভাষা সন্ধ্যাভাষা ইংরেজি নভেল শব্দের বাংলা প্রতিশব্দ উপন্যাস বাংলা আধুনিক যুগের অন্যতম সাহিত্যকর্ম হিসেবে বিবেচ্য হলো উপন্যাস বাংলা উপন্যাস রচনায় প্রাথাম প্রচেষ্টা চালান ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অবাঙালি হ্যানা ক্যাথারিন ম্যালেন্স কর্তৃক রচিত ১৮৫৮ সালে রচিত উপন্যাস ‘মুলমণি করুণার বিবরণ’ বাঙালি ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র কর্তৃক ১৮৫৮ সালে রচিত উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ উপন্যাসটি প্রথম বাংলা উপন্যাস হিসেবে বিবেচিত সাধু কথ্য ভাষার মিশ্রণে আলালী ভাষায় তিনি উপন্যাস রচনা করেন। উপন্যাসটি বাঙালি পাঠক সমাজে ততোটা সার্থক  হতে পারেনি। উনিশ শতকের প্রথমার্ধে বাংলা উপন্যাসের সূচনায় সামাজিক কাহিনের প্রাধান্য লক্ষ করা যায় তবে ‘মুলমণি করুণার বিবরণ’ উপন্যাসে মূলত উঠে আসে খ্রিস্ট ধর্মীয় উপাখ্যান সে কারণে রচনাকর্মটি সার্থক উপন্যাসের মর‌্যাদা পায়নি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমাত্রিক বিষয় নিয়ে মোট ১৪ টি উপন্যাস রচনা করে  বাংলা সাহিত্য উপন্যাস শাখার ভিত মজবুত করেন। তার রচিত প্রথম উপিন্যাস ইংরেজি ভাষা লেখা ‘রাজমোহন ওয়াইফ তবে ১৮৬৫ সালে বাংলায় রচিত উপন্যাসটি বাংলা উপন্যাসের সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে সাহিত্যবোদ্ধারা আরম্ভ মেনে নেন প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান  

saving score / loading statistics ...