Text Practice Mode
নিজের কাজ
created Jun 2nd 2022, 06:23 by soheltp
0
198 words
7 completed
0
Rating visible after 3 or more votes
00:00
মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বৈষ্ণব পদাবলি। বৈষ্ণব পদাবলির অধিকাংশ পদ রচিত হয়েছে ‘ব্রজবুলি’ ভাষায় । ‘ব্রজবুলি’ বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে এক প্রকার কৃত্রিম কবিভাষা । এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি । চর্যাপদের সাথে সম্পর্কিত ভাষা সন্ধ্যাভাষা । ইংরেজি নভেল শব্দের বাংলা প্রতিশব্দ উপন্যাস । বাংলা আধুনিক যুগের অন্যতম সাহিত্যকর্ম হিসেবে বিবেচ্য হলো উপন্যাস । বাংলা উপন্যাস রচনায় প্রাথাম প্রচেষ্টা চালান ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় । অবাঙালি হ্যানা ক্যাথারিন ম্যালেন্স কর্তৃক রচিত ১৮৫৮ সালে রচিত উপন্যাস ‘মুলমণি ও করুণার বিবরণ’ । বাঙালি ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র কর্তৃক ১৮৫৮ সালে রচিত উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ । এ উপন্যাসটি প্রথম বাংলা উপন্যাস হিসেবে বিবেচিত সাধু ও কথ্য ভাষার মিশ্রণে আলালী ভাষায় তিনি এ উপন্যাস রচনা করেন। এ উপন্যাসটি বাঙালি পাঠক সমাজে ততোটা সার্থক হতে পারেনি। উনিশ শতকের প্রথমার্ধে বাংলা উপন্যাসের সূচনায় সামাজিক কাহিনের প্রাধান্য লক্ষ করা যায় । তবে ‘মুলমণি ও করুণার বিবরণ’ উপন্যাসে মূলত উঠে আসে খ্রিস্ট ধর্মীয় উপাখ্যান । সে কারণে রচনাকর্মটি সার্থক উপন্যাসের মর্যাদা পায়নি । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বহুমাত্রিক বিষয় নিয়ে মোট ১৪ টি উপন্যাস রচনা করে বাংলা সাহিত্য উপন্যাস শাখার ভিত মজবুত করেন। তার রচিত প্রথম উপিন্যাস ইংরেজি ভাষা লেখা ‘রাজমোহন ওয়াইফ । তবে ১৮৬৫ সালে বাংলায় রচিত উপন্যাসটি বাংলা উপন্যাসের সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে সাহিত্যবোদ্ধারা আরম্ভ মেনে নেন প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান
saving score / loading statistics ...