eng
competition

Text Practice Mode

বিশ্ববিদ্যালয়

created Apr 2nd 2022, 17:57 by Shahajan


2


Rating

183 words
23 completed
00:00
উচ্চশিক্ষা গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত বহু বিদ্যা চার্চার প্রতিষ্ঠানকে বলে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে একদিকে যেমন জ্ঞান বিতরণ করা হয়, অন্যদিকে তেমন নতুন জ্ঞান সৃষ্টির উদ্যোগ প্রহণ করা হয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স শ্রেণিগুলোতে জ্ঞান বিবরণ করা হয় এবং যাঁরা নতুন জ্ঞান সৃষ্টি করেন তাঁদের এমফিল পিএচডি ডিগ্রি প্রদান করা হয় যাঁরা জ্ঞান বিতরণের সঙ্গে জড়িত তাঁরা অধ্যাপক নামে এবং যাঁরা জ্ঞান সুষ্টির সঙ্গে জড়িত তাঁরা গবেষক নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের বিদ্যাশাখাগুলোকে সাধারণত মানবিক, সমাজতত্ত্ব, বিজ্ঞান, বাণিজ্য, কৃষি, আইন, চারুকলা, প্রযুক্তি, চিকিৎসা প্রভৃতি শৃঙ্খলা বা অনুষদে বিভক্ত করা হয়ে থাকে প্রাচীন কালে উপমহাদেশে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল যার নাম নালন্দা বিশ্ববিদ্যালয়। এর বর্তমান ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সীমানার অদূরে পৃথিবীর প্রাচীনতম যে বিশ্ববিদ্যালয়টি এখনো চালু আছে তার নাম আল কারাওয়াইন বিশ্ববিদ্যালয় এটি মরক্কোর ফেজ শহরে অবস্থিত বাংালাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশবইবদ্যালয় ঢাক বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে এটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দেড় শতাধিক। এগুলো বভিন্ন শ্রেণিনামে পরিচিত: স্বায়ত্তশাসিত, সরকারি, বেসরকারি, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি, প্রকৌশল, মেডিকেল, বিশেষায়িত, কেন্দ্রীয, আন্তর্চাতিক ইত্যাদি জ্ঞানচর্চার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়সমূহ বিশ্বকে কল্যাণমুলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় সমাপ্ত

saving score / loading statistics ...