eng
competition

Text Practice Mode

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

created Mar 22nd 2022, 18:33 by Shahajan


0


Rating

152 words
19 completed
00:00
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্য়াদা দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম-বরকত-জব্বারসহ বেশ কয়েকজন মাতৃভাষার জন্য তাঁদের আত্মত্যাগ  ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা তখন থেকেই দিনটি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়  প্রস্তাব গৃহীত হওযার  পর ২০০০ সাল থেকে সারা বিশ্বে দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে পৃথিবীর মাতৃভাষাসমূহের উন্নয়ন বিকাশের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এবং পৃথিবীর কোনো ভাষা যাতে হারিয়ে না যায়  তা রোথ করতে এই দিবস অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁরায় তাই বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আনুষ্ঠানিকভাবে পালিত হয় বাংলাদেশের একটি জাতীয় দিবস ‘শহিদ দিবস’ এভাবে ’আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ নামে সারা বিশ্বের ঐতিহ্যে পরিণত হয়েছে  
শাহাজান।  

saving score / loading statistics ...