eng
competition

Text Practice Mode

ইতিহাসের ঘৃণিত হত্যাকান্ড

created Jan 20th 2022, 05:02 by Jahan031


2


Rating

181 words
33 completed
00:00
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগষ্ট ১৯৭৪ সালে হত্যা করা হয়। যা বাঙ্গালী জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। মূলত স্বাধীনতা বিরোধী অপশক্তির দ্বারাই সংগঠিত হয়েছিল এই হত্যাকান্ড। ১৫ আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়ের সূচনা করেছিল তারা। তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশের বাইরে অবস্থান করার ফলে তাদের হত্যা করতে ব্যার্থ হয় এই স্বাধীনতা বিরোধী অপশক্তি।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ হচ্ছে একই শব্দের প্রতিশব্দ। কারন এর প্রতিটি শব্দের সাথে প্রতিটি শব্দ জড়িত। যেমন বঙ্গবন্ধু না আসলে এদেশে মুক্তিযুদ্ধের সূত্রপাত হতো না। তেমনি মুক্তিযুদ্ধ না হলে এদেশে স্বাধীনতার সূত্রপাত হতো না এবং সৃষ্টি হতো না স্বাধীন বাংলাদেশের। তবে আমাদের কখনোই ভূলে গেলে চলবে না এখনো এদেশে টিকে আছে কিছু স্বাধীনতা বিরোধী অপশক্তি। এবং তারা প্রতিটি পদক্ষেপে দেশকে একটি ব্যার্থ রাষ্ট্রে পরিনত করতে চায় এবং স্বাধীনতার গৌরবকে কলুষিত করতে চায়। তাই এদের সকলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের সকলকে একজোগে কাজ করতে হবে। তাহলেই তার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তার আত্মাকে আমরা শান্তি দিতে পারবো।

saving score / loading statistics ...